সজিব হাসান, স্টাফ রিপোর্টার ঢাকা।
গ্রামীণ জনগোষ্ঠী বিশেষ করে যারা সুবিধা বঞ্চিত ও অসহায় মানুষ ন্যূনতম স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত তাদেরকে সম্পূর্ণ বিনামূল্যে মানসম্মত প্রাথমিক সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে কমিটি ক্লিনিক প্রতিষ্ঠিত হয়েছে।
বুধবার মহাখালী বিএমআরসি ভবনে সম্মেলন কক্ষে কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাষ্ট আয়োজিত প্রান্তিক স্বাস্থ্য সেবায় মিডিয়া অংশগ্রহণ শীর্ষক সেমিনারে কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মো. আখতারুজ্জামান তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন সারাদেশে কমিউনিটি ক্লিনিকের সংখ্যা বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে ৫০০টি কমিউনিটি ক্লিনিক স্থাপনের কাজ শুরু করা হবে। এরই মধ্যে একটি তালিকা প্রস্তুতের কাজ চলছে।
আখতারুজ্জামান বলেন , কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্টের ১৫ সদস্য বিশিষ্ট একটি ট্রাস্ট কি বোর্ড রয়েছে। বোর্ডের একজন চেয়ারম্যান রয়েছে।
কমিউনিটি ক্লিনিকে ১৪ হাজার স্বাস্থ্য সেবা কারি আছে তারা সপ্তাহে ছয় দিন সেবা দিয়ে থাকে সকাল ৯ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত। সেখানে প্রাথমিক চিকিৎসা প্রদান নারীদের সেবা, শিশুদের টিকা দান, রক্তচাপ মাপা,ডায়াবেটিস রোগীদের সেবা ও অন্যান্য প্রাথমিক সেবা প্রদান করা হয়।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মো. আখতারুজ্জামান বলেন, কমিউনিটি ক্লিনিকে ওষুধ সরবরাহ নিয়ে উদ্বেগ থাকলেও ইতোমধ্যে ইডিসিএল থেকে ১২০ কোটি টাকার ওষুধ কেনা হয়েছে। এক সপ্তাহের মধ্যেই এসব ওষুধ সব কমিউনিটি ক্লিনিকে পৌঁছে যাবে। আরও ২০০ কোটি টাকার ওষুধ দ্রুত কেনা হবে। তিনি আরও বলেন, স্বাস্থ্যসেবার ব্যয় সরকারকেই বহন করা উচিত—এমন মত পোষণ করেন ৯২% মানুষ। আর ৯৭% মানুষ মনে করেন, স্বাস্থ্যসেবা বিনামূল্যে পাওয়া উচিত। এই ক্ষেত্রেও কমিউনিটি ক্লিনিক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
তিনি আরো বলেন, প্রতিটি কমিউনিটি ক্লিনিকে ৩৫ জন সেবা গ্রহীতা সেবা গ্রহণ করে থাকে। প্রতি বছরে কমিউনিটি ক্লিনিক হতে প্রায় ১৬ কোটি ভিজিটের মাধ্যমে সেবা গ্রহণ করে থাকে। সারাদেশে ইউনিয়ন পর্যায়ে ১৪ হাজার ৪২৫ টি কমিউনিটি ক্লিনিক নির্মাণ হয়েছে। এরমধ্যে ১৪৩৬৩ টি কমিউনিটি ক্লিনিক চালু রয়েছে। ভবিষ্যতে জাইকা হতে ৫১৬ টি এবং ওপিইসি হতে ৫০৮০ টি ক্লিনিক স্থানান্তর ও নির্মাণ করা হবে।
সংবাদটি পঠিত হয়েছে: ৯৭