মোঃ আশরাফুজ্জামান, গোপালগঞ্জঃগোপালগঞ্জের কাশিয়ানীতে অজ্ঞাত(৫৫) এক নারীর মৃত্যু হয়েছে। উপজেলার রাতইলইউনিয়নের চাপ্তাটুকু বাজার নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
আজ(২০আগষ্ট) বুধবার বিকাল ৫ টার সময় কাশিয়ানী উপজেলার রাতইল ইউনিয়নের চাপ্তাটুকু বাজার নামক স্থানে রাস্তা পারাপারের সময় দ্রুতগতির একটি বাস নিহত নারীকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। দুর্ঘটনায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার খবর পেয়ে ভাটিয়াপাড়া হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয়দের সহায়তায় উদ্ধার তৎপরতা শুরু করে।
ভাটিয়াপাড়া হাইওয়ে থানার ওসি মাসুদুর রহমান মোরাদ দুর্ঘটনা সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান আজ বিকাল ৫ টার সময় কাশিয়ানী থানাধীন টুকুবাজার সংলগ্ন ঢাকা-খুলনা মহাসড়কের উপর একটি অজ্ঞাতনামা পরিবহন বাসের সাথে সড়ক দুর্ঘটনায় একজন অজ্ঞাতনামা পথচারী মহিলা ঘটনাস্থলেই নিহত হন।ভাটিয়াপাড়া হাইওয়ে থানা পুলিশ ও স্থানীয় লোকজনের সহায়তায় ভিকটিমকে উদ্ধার করে কাশিয়ানি উপজেলা হাসপাতালে প্রেরণ করা হয়। নিহতের পরিচয় এখনও পাওয়া যায় নি। তিনি নিহতের পরিচয় নিশ্চিত করতে সকলের সহযোগিতা কামনা করেন।