|
বশিকপুর ইউনিয়ন বিএনপির প্রতিনিধি নির্বাচন: চলছে শেষ মুহূর্তের প্রচারণা জমে উঠেছে
এস এম আওলাদ হোসেন।
|
|
এস এম আওলাদ হোসেন, জেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর।।
লক্ষ্মীপুরের (এখানে সুনির্দিষ্ট ইউনিয়নের নাম দিলে আরও শক্তিশালী হবে) ইউনিয়নে বিএনপির প্রতিনিধি নির্বাচনকে কেন্দ্র করে শেষ মুহূর্তের প্রচারণা চলছে জোরেশোরে। শুক্রবার দিনভর প্রার্থীরা সমর্থকদের নিয়ে পোস্টার, মাইক ও গণসংযোগের মাধ্যমে ভোটারদের দ্বারে দ্বারে ঘুরে বেড়িয়েছেন।
আগামীকাল শনিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে এ নির্বাচন। ইউনিয়নের সভাপতি পদে ৫ জন, সাধারণ সম্পাদক পদে ৫ জন এবং সাংগঠনিক সম্পাদক পদে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
প্রচারণার কারণে ইউনিয়নের গ্রাম ও বাজারগুলোতে এখন উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। বিভিন্ন প্রার্থীর সমর্থকরা মোটরসাইকেল শোভাযাত্রা, মাইকিং আর গণসংযোগে ব্যস্ত। প্রত্যেকেই তৃণমূল ভোটারদের সমর্থন আদায়ের জন্য সর্বশেষ চেষ্টা চালাচ্ছেন।
একজন স্থানীয় ভোটার বলেন,
“আমরা চাই যারা নেতৃত্বে আসবে তারা তৃণমূলের কর্মীদের পাশে থাকুক, দলের কঠিন সময়ে কাজ করুক।”
সভাপতি ও সাধারণ সম্পাদক পদে প্রার্থীর সংখ্যা বেশি হওয়ায় ভোটে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে ধারণা করছেন স্থানীয়রা। বিশেষ করে সভাপতি পদে যেহেতু ৫ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন, তাই ভোটারদের ভোট যে যেদিকে যাবে তার ওপরই নির্ভর করবে চূড়ান্ত ফলাফল।
নির্বাচন যেন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়, সে বিষয়ে প্রার্থীরা প্রত্যাশা ব্যক্ত করেছেন। ইতিমধ্যে নির্বাচন কমিশন ও দলের স্থানীয় নেতৃবৃন্দ নির্বাচন পরিচালনায় সব প্রস্তুতি সম্পন্ন করেছে।
আগামীকাল শনিবার সকাল থেকে ইউনিয়নের নির্ধারিত ভোটকেন্দ্রে ভোট গ্রহণ শুরু হবে। তৃণমূল ভোটারদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমেই নির্ধারিত হবে আগামী দিনের সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক।
এস এম আওলাদ হোসেন।
সিনিয়র রিপোর্টার।
01637654471
|
