|
ত্রিশালে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
মোঃ আব্দুল কাদের
|
|
মোঃ আব্দুল কাদের
স্টাফ রিপোর্টার ময়মনসিংহ।
আগামী ১লা সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষে ময়মনসিংহের ত্রিশালে উপজেলা ও পৌর বিএনপির সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডাঃ মাহবুবুর রহমান লিটন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— জহির মোঃ আতাউর রহমান শামীম, সিনিয়র যুগ্ম-আহবায়ক ত্রিশাল উপজেলা বিএনপি ও সদস্য ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি; মোঃ আলেক চাঁন দেওয়ান, সভাপতি ত্রিশাল পৌর বিএনপি; মোঃ মঞ্জুরুল ওয়াহেদ নিক্সন, সিনিয়র যুগ্ম-আহবায়ক ত্রিশাল উপজেলা বিএনপি ও সদস্য ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি; আলহাজ্ব শেখ মোশাররফ হোসেন মিলন, সাধারণ সম্পাদক ত্রিশাল পৌর বিএনপি; মোঃ আনিছুজ্জামান মৃর্ধা, যুগ্ম-আহবায়ক ত্রিশাল উপজেলা বিএনপি; মোঃ জিয়াউল হাসান জামিল, যুগ্ম-আহবায়ক ত্রিশাল উপজেলা বিএনপি; মোঃ আব্দুল আউয়াল ফরাজী, যুগ্ম-আহবায়ক ত্রিশাল উপজেলা বিএনপি এবং মোঃ আব্দুল মতিন, যুগ্ম-আহবায়ক ত্রিশাল উপজেলা বিএনপি।
উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মোঃ এনামুল হক ভূঁইয়া, যুগ্ম-আহবায়ক ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি ও আহবায়ক ত্রিশাল উপজেলা বিএনপি।
ডাঃ মাহবুবুর রহমান লিটন বলেন, “বিএনপি হচ্ছে দেশের মানুষের ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনের প্রতীক। এই দলকে শক্তিশালী করে জনগণের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দলীয় নেতাকর্মীদের প্রতিষ্ঠাবার্ষিকী সফলভাবে পালন এবং দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকে বেগবান করার আহ্বান জানান।
সভায় বক্তারা আরও উল্লেখ করে বলেন, বিএনপির ৪৭ বছরের ইতিহাস মানুষের অধিকার, স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষার ইতিহাস। এ দলকে শক্তিশালী করেই দেশের মানুষের অধিকার ফিরিয়ে আনতে হবে।
সভায় উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
|
