|
কাশিয়ানীতে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগ
মোঃ আশরাফুজ্জামান
|
|
মোঃ আশরাফুজ্জামান, গোপালগঞ্জঃ
গোপালগঞ্জের কাশিয়ানীতে পঞ্চান্ন বছরের বৃদ্ধা কতৃক এগারো বছরের ষষ্ঠ শ্রেণির পড়ুয়া লিমা খানম(১১) এনামের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে থানায় মামলা হয়েছে।
গত সোমবার(২৬’আগস্ট) সকাল ৭টায় উপজেলার মাহমুদপুর ইউনিয়ন ডোমরাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, শিশু লিমা ডোমরাকান্দি জামেমসজিদের মক্তব পড়া শেষ করে সকাল ৭টার সময় নিজ বাড়িতে ফেরার পথে প্রতিবেশী ডাব্লু ফকির(৫৫) এর বাড়ির সামনে আসলে ডাব্লু ফকির লিমাকে ধরে ঘরের ভিতরে নিয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। এ সময় শিশুটির চিৎকারে বাড়ির লোকজন এসে উদ্ধার করে।
এ ঘটনায় ভিক্টিমের ‘মা’ রেহানা বেগম বৃহস্পতিবার বাদী হয়ে ডাব্লু ফকিরের বড় ভাই কালু ফকির(৬০) ও ছোট ভাই মামুন ফকির(৩০)’কে অভিযুক্ত করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।
এ ব্যাপারে কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, ধর্ষণ চেষ্টার অভিযোগে ভিক্টিমের ‘মা’ বাদী হয়ে ৩ জনকে অভিযুক্ত করে থানায় মামলা করেছেন। আদালতে ভিক্টিমের ২২ ধারায় জবানবন্দি রেকর্ড ও ডাক্তারি পরিক্ষার জন্য গোপালগঞ্জ পাঠানো হয়েছে। অভিযুক্ত ডাব্লিউ ফকির পালাতক,তাকে আটকের চেষ্টা অব্যাহত আছে।
|
