|
কলাপাড়ায় টিম সিগমা স্পোটিং ক্লাব’র কমিটি গঠন।
মোয়াজ্জেম হোসেন
|
|
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।।পটুয়াখালীর কলাপাড়ায় টিম সিগমা স্পোটিং ক্লাব’র কমিটি গঠন করা হয়েছে। নবনির্বাচিত কমিটিতে সিয়াম আব্দুল্লাহকে প্রেসিডেন্ট ও আবিদ হাসান সাইমুনকে ম্যানেজার করে ১৪ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। “ঐক্যে নির্মিত, উদ্দেশ্যে চালিত” এই স্লোগানকে সামনে রেখে সোমবার সকাল দশটায় কলাপাড়া রিপোর্টার্স ক্লাব’র হল রুমে এ কমিটি গঠন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টিম সিগমা স্পোটিং ক্লাব’র সিনিয়র অ্যাডভাইজর আরিফ সিকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া রিপোর্টার্স ক্লাব’র সাবেক সহ-সভাপতি মো. ওমর ফারুক, সাবেক সাধারণ সম্পাদক মো. নাহিদুল হক এবং তাহজুল ইসলাম আজাদ প্রমুখ। এসময় টিম সিগমা স্পোটিং ক্লাব’র নবনির্মিত সদস্যগণ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
নবনির্মিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন, ভাইস প্রেসিডেন্ট শাকিল আহমেদ অন্তর, রাজীব হালদার, একাউন্টেন্ট মোঃ হাসান হাওলাদার, কার্যনির্বাহী সদস্য আরিফুর রহমান, মো: ইসমাইল, বাইজিদ সিকদার, সুব্রত দাস, অংকন মন্ডল, রেদোওয়ান আহমেদ রিজন, মো: শামীম চৌধুরী, জাহিদুল ইসলাম ও জাকারিয়া হাওলাদার।
##
মোয়াজ্জেম হোসেন
কলাপাড়া
০১.০৯.২০২৫
০১৭১৮-৬২২৯১৯
|
