কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়ায় ২ লাখ মিটার অবৈধ কারেন্ট জালসহ ১৩শ’ পিচ চায়না দুয়ারী জাল জব্দ করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার শেষ বিকালে পৌর শহরের সুতাপট্রি এলাকার জাল ব্যবসায়ীদের তিনটি গুদামে অভিযান চালিয়ে এসব জাল জব্দ করা হয়। পরে ফেরিঘাট এলাকায় নিয়ে এসব জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। এছাড়া এসময় শ্যামল (৩০), মাহফুজ (৪৮) ও আসলাম (৩৫) নামের তিন ব্যবসায়ীকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। জব্দকৃত জালের অবৈধ বাজার মূল্য প্রায় ৬০ লাখ টাকা। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসীন সাদিক।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসীন সাদিক বলেন, নদী-নালা, জলাশয় ও সমুদ্রের জীব বৈচিত্র্য ও পোনা নিধনকারীদের আইনের আওতায় নিয়ে আসা হবে।এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি।
##
মোয়াজ্জেম হোসেন
কলাপাড়া
০২/০৯/২০২৫
০২৭১৮-৬২২৯১৯