|
বাপ চোরের খনি আর মেয়ে আবিষ্কার করেছে ডাকাতের খনি: আশরাফ আলী
এস এম আওলাদ হোসেন
|
|
এস এম আওলাদ হোসেন, জেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর।।
ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন বলেছেন, স্বাধীনতার পর শেখ মুজিবুর রহমান সাহেব বলেছেন, সবাই পেয়েছেন সোনার খনি, তেলের খনি, আর আমি পেয়েছি চোরের খনি। বাংলাদেশের রাজনীতি চোরের খনির মাধ্যমে শুরু হয়েছে।
৭৩ সালে ভোট চুরির নির্বাচন হয়েছে। ভোট চুরি দিয়ে রাজনীতি শুরু। সম্পদ চুরি করে চোরের খনির মাধ্যমে সরকার গঠন শুরু করেছেন। বাপ চোরের খনি আবিস্কার করেছিল, তার মেয়ে হাসিনা ডাকাতের খনি আবিস্কার করেছিল।
জনগণের টাকা, কৃষক শ্রমিকের টাকা লুণ্ঠন করে ২৮ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে। হাসিনার একজন পিয়ন ৪০০ কোটি টাকার মালিক হয়েছে। আপনাদের এ ক্ষমতার স্বপ্ন স্বাদ এই দেশের সর্বস্তরের জনগণ ভেঙে চুরমার করে দেবে।
বৃহস্পতিবার (১১সেপ্টেম্বর) বিকালে লক্ষ্মীপুরে ইসলামি আন্দোলনের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রয়োজনীয় সংস্কার, গণ হত্যার বিচার ও পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনের দাবীতে ইসলামি আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলা শাখা শহরের লিল্লাহ জামে মসজিদ প্রাঙ্গনে এ সমাবেশের আয়োজন করেন।
তিনি আরো বলেন, তিনটি মৌলিক জিনিস বাস্তবায়নের জন্য ইসলামী আন্দোলন, জামায়াতে ইসলামী, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, গণঅধিকার, এবি পার্টিসহ আমরা ঐক্যবদ্ধ হয়েছি।
৫৩ বছরে যে জঞ্জাল তৈরি হয়েছে, বাংলাদেশকে একটি জঙ্গল রাষ্ট্রে পরিণত করেছে যারা, এই জঙ্গল কেটে পরিস্কার করে আমরা একটি সুখী সমৃদ্ধ কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই।
জেলা ভারপ্রাপ্ত সভাপতি দেলাওয়ার হোসাইনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় এসিস্ট্যান্ট সেক্রেটারি মোঃ ইমরান হোসাইন নুর, ইসলামী শ্রমিক আন্দোলনের সেক্রেটারি জেনারেল কেএম বিল্লাল হোসাইন।
মাওলানা ইউসুফ আল মাহমুদের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী লক্ষ্মীপুর জেলা আমীর এসইউএম রুহুল আমীন ভূঁইয়া, সেক্রেটারী এআর হাফিজ উল্যাহ, ইসলামী আন্দোলন জেলা শাখার সহ-সভাপতি মহি উদ্দিন, খেলাফত মজলিসের জেলা সভাপতি লোকমান হোসাইন, গণঅধিকার পরিষদের জেলা সভাপতি নুর মোহাম্মদ, ইসলামী আন্দোলনের জেলা এসিস্ট্যান্ট সেক্রেটারি লোকমান হোসাইন, হেফাজতে ইসলাম জেলা প্রচার সম্পাদক মনজুরুল ইসলাম, শ্রমিক আন্দোলন জেলা সভাপতি নাছির আহমেদ, যুব আন্দোলন জেলা সভাপতি মোখলেসুর রহমান ও ছাত্র আন্দোলন জেলা সভাপতি মুহাঃ ইউনুস খাঁন প্রমুখ।
এস এম আওলাদ হোসেন।
জেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর।
01637654471
|
