|
নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার করায় ৪০ হাজার টাকা জরিমানা।।
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি :
|
|
সময় নিউজ বিডিঃ : পটুয়াখালীর কলাপাড়ায় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার করার কারনে দুইটি মাছ ধরা ট্রলার মালিককে ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এ সময় ট্রলার দুটি থেকে ১২০ কেজি বোম্বাটে মাছ জব্দ করা হয়েছে। জব্দকৃত মাছ নিলামে ৬হাজার নয়শ টাকা বিক্রি করা হয়েছে।
![]() উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, গোপন সূত্রে খবর পেয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা সমুদ্র থেকে মাছ শিকার করে তীরে আসার পর এলমা আক্তার-২ এর মালিক আবুল হোসেন কাজীকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসময় তার ট্রলারে প্রায় ৭০কেজি মাছ পাওয়া যায়। অপর একটি পরিত্যাক্ত ট্রলারে প্রায় ৫০কেজি মাছ উদ্ধার করে। উদ্ধারকৃত মাছ নিলামে ৬ হাজার নয়শ টাকায় বিক্রি করে সরকরি কোষাগারে জমা দেয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, সামুদ্রিক মৎস্য আইনে বৃহস্পতিবার রাত ১০টার সময় আলীপুর মৎস্য বন্দরে এ জরিমানা করা হয়েছে।
|
