|
আবারও বাড়ল সোনার দাম, দেশের ইতিহাসে সর্বোচ্চ
মোঃ ফয়জুল আলম সুজন
|
|
নিউজ ডেস্কঃ বাংলাদেশে সোনার দাম আবারও বেড়েছে। এবার ভরিপ্রতি বেড়েছে ১ হাজার ৭৫০ টাকা। ফলে ভালোমানের ২২ ক্যারেটের সোনার দাম প্রতি ভরি ১ লাখ ৪ হাজার ৬২৬ টাকায় পৌঁছেছে। এটিই বাংলাদেশের ইতিহাসে সোনার সর্বোচ্চ দাম। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) রোববার এই মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত ঘোষণা করে। সমিতি জানায়, স্থানীয় বাজারে পাকা সোনার দাম বেড়ে যাওয়ার কারণে দর সমন্বয় করা হয়েছে। আজ থেকেই নতুন দর কার্যকর হবে। ২২ ক্যারেটের পাশাপাশি অন্যান্য মানের সোনার দামও বেড়েছে। ২১ ক্যারেটের সোনার ভরিতে ১ হাজার ৬৯১ টাকা, ১৮ ক্যারেটের সোনার ভরিতে ১ হাজার ৪০০ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার ভরিতে ১ হাজার ১৬৬ টাকা বেড়েছে। নতুন দাম অনুযায়ী, ২১ ক্যারেট সোনার ভরির দাম হয়েছে ৯৯ হাজার ৯০২ টাকা, ১৮ ক্যারেটের সোনার ভরির দাম ৮৫ হাজার ৬১৪ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার ভরির দাম ৭১ হাজার ৩২৫ টাকা। বাংলাদেশশে বাজারে প্রথমবারের মতো ২২ ক্যারেটের সোনার দাম লাখ টাকা ছাড়িয়েছিল চলতি বছরের ২০ জুলাই। রুপার দাম অবশ্য অপরিবর্তিত রয়েছে। হলমার্ক করা প্রতি ভরি ২২ ক্যারেটের রুপা বিক্রি হচ্ছে ১ হাজার ৭১৫ টাকায় এবং ২১ ক্যারেটের দাম পড়ছে ১ হাজার ৬৩৩ টাকা। |
