|
১৩ দেশের ৩৭ জন ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা ও ভিসা বিধিনিষেধ
মো: ফয়জুল আলম সুজন
|
|
নিউজ ডেস্কঃ মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে যুক্তরাষ্ট্র ১৩টি দেশের ৩৭ জন ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা ও ভিসা বিধিনিষেধ আরোপ করেছে। এদের মধ্যে আফগানিস্তান, ইরান ও চীনের কর্মকর্তারাও রয়েছেন। নিষেধাজ্ঞার আওতায় থাকা ব্যক্তিরা যুক্তরাষ্ট্রে তাদের সম্পদ ভোগদখল করতে পারবেন না। মানবাধিকারবিষয়ক জাতিসংঘের সর্বজনীন ঘোষণার ৭৫ বছর পূর্তি উপলক্ষে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। নিষেধাজ্ঞার তালিকায় থাকা আফগানিস্তানের দুই মন্ত্রী মেয়েদের উচ্চমাধ্যমিক শিক্ষার সুযোগ বন্ধ করার মাধ্যমে নারী নিপীড়নে জড়িত রয়েছেন বলে অভিযোগ করা হয়েছে। ইরানের দুই গোয়েন্দা কর্মকর্তা দেশের বাইরে ইরানের সরকারবিরোধীদের ওপর সহিংসতার পরিকল্পনা করেছিলেন বলে মার্কিন প্রশাসন দাবি করেছে। চীনের দুই কর্মকর্তা জিনজিয়ানে উইঘুর মুসলিম জনগোষ্ঠীর ওপর নির্যাতনের ঘটনায় জড়িত বলে অভিযোগ করা হয়েছে। নিষেধাজ্ঞার এই পদক্ষেপকে মানবাধিকার রক্ষায় যুক্তরাষ্ট্রের দৃঢ় অঙ্গীকারের বহিঃপ্রকাশ হিসেবে দেখা হচ্ছে। |
