|
ভারতের পশ্চিমবঙ্গে কমিউনিস্ট পার্টির উত্থান ও পতন যেভাবে
মো: ফয়জুল আলম
|
|
নিউজ ডেস্কঃ ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে মার্কসবাদী কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া বা সিপিআইএম ক্ষমতায় এসেছিল ১৯৭৭ সালে। এটি ছিল সারা বিশ্বে গণতান্ত্রিকভাবে নির্বাচিত কোনো কমিউনিস্ট সরকার, যারা ক্ষমতায় ছিল সবচেয়ে দীর্ঘ সময়। তারা ক্ষমতায় ছিল একটানা ২০১১ সাল পর্যন্ত। এই দলটির উত্থান ও পতন প্রত্যক্ষ করেছেন এই দলেরই একজন নেতা মহম্মদ সেলিম। সিপিআইএম যখন ক্ষমতায় আসে সে সময় তিনি এই রাজ্যের রাজধানী কলকাতায় ছাত্র আন্দোলনের সাথে জড়িত ছিলেন। মি. সেলিম বলছেন যে নির্বাচনের মধ্য দিয়ে এই কমিউনিস্ট পার্টি ক্ষমতায় এসেছিল তার ফলাফল প্রকাশিত হওয়ার পর পরই লোকজন আনন্দে ফেটে পড়েছিল। যেন একটা বিপ্লব ঘটে গেছে। “রাজ্যের সব এলাকায় সব রাস্তায় লালবাতি জ্বালিয়ে লোকেরা উৎসব করছিল। রাতারাতি কলকাতা হয়ে গেল লাল রঙের শহর,” বলেন তিনি। পূর্ব ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে কমিউনিস্ট পার্টি যখন তার শাসন শুরু করে তখন মহম্মদ সেলিমের বয়স ছিল মাত্র ২০ বছর। সেসময় এই শহরের লোকসংখ্যা ছিল ৭০ লাখের মতো। যেভাবে বদলে গেল হাওয়াতিনি সেই ঐতিহাসিক মুহূর্তের কথা স্মরণ করছিলেন। বলছিলেন তার কাছে যেন এটা সে দিনের ঘটনা.. “হাজার হাজার মানুষ রাস্তায় নেমে এলো। সারা রাত ধরে উৎসব চলল। বহু মানুষ যারা রাজনীতি সম্পর্কে সচেতন নন, তারাও জানতে পারলো যে হাওয়া বদলে গেছে। নতুন কিছু এসেছে।” “আমার মা-ও বললেন, প্রত্যেক পাঁচ বছর পরে পরেই তো নির্বাচন হয়, কিন্তু কী এমন ঘটেছে যে তোমরা এভাবে উৎসব করছো? রাস্তায় এতো মানুষ কেন? আমি তাকে বললাম- আমরা নতুন ধরনের স্বাধীনতা পেয়েছি। বাংলায় নতুন এক অধ্যায়ের সূচনা ঘটেছে,” বলেন তিনি। পশ্চিমবঙ্গে সিপিআইএম ক্ষমতায় আসার দু’বছর আগে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী সারা দেশে জরুরি অবস্থা ঘোষণা করেন। এর ফলে নাগরিকদের সব ধরনের গণতান্ত্রিক অধিকার স্থগিত হয়ে যায়। সূত্রঃ বিবিসি বাংলা। |
