|
টেকনাফে বাসে চুম্বক লাগিয়ে পাচারকালে ইয়াবা ও বাসসহ চালক-হেলপার আটক
কায়সার হামিদ মানিক, কক্সবাজার।
|
|
নিউজ ডেস্কঃ চুম্বক লাগিয়ে অভিনব কৌশলে পাচারকালে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের সাতঘরিয়া পাড়া এলাকায় প্রধান সড়কে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বিশেষ জোনের সদস্যরা যাত্রীবাহী একটি বাসে তল্লাশী চালিয়ে ১৬ হাজার ইয়াবাসহ বাসটি জব্দ করেছে। এসময় মাদক পাচারে জড়িত বাসের চালক ও হেলপারকে আটক করা হয়। আটককৃতরা হলেন টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড কাঞ্জর পাড়ার আব্দুর রহমানের ছেলে ড্রাইভার মফিজুল আমল (৪৪) ও হেলপার উখিয়া বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-৯ বøক-এ-৫ এর বাসিন্দা মৃত ছৈয়দ আহমদের ছেলে হাবিব উল্লাহ (৪১)। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টেকনাফ বিশেষ জোনের সহকারী পরিচালক মো. সিরাজুল মোস্তফা গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করে ১৪ জানুয়ারী সন্ধ্যায় জানান, শনিবার (১৩ জানুয়ারি) রাতে তাঁরই নেতৃত্বে একটি টিম টেকনাফ মডেল থানাধীন হোয়াইক্যং ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডস্থ পূর্ব সাতঘরিয়া পাড়া তাজ মোহাম্মদ ষ্টোর নামের দোকানের সামনে ডিউিটকালীন টেকনাফ থেকে কক্সবাজারগামী পায়রা সার্ভিস কক্সবাজার -জ-১১-০২৩৬ নাম্বরযুক্ত যাত্রীবাহী বাসটি থামিয়ে ২ জন সাক্ষীসহ বাসটি তল্লাশি করে বাসের সামনের বাম পাশের চাকার মাটগাডে বিশেষ কায়দায় তৈরীকৃত হুকে চুম্বক দিয়ে লাগানো অবস্থায় ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও ড্রাইভারের সিটে বিশেষ কায়দায় রক্ষিত অবস্থায় ৬ হাজার পিসসহ মোট ১৬ হাজার পিস ইয়াবা উদ্ধার এবং মাদক পাচার কাজে ব্যবহৃত পায়রা নামের একটি বাসও জব্দ করা হয়। ঘটনাস্থলে ড্রাইভার মফিজুল আলম (৪৪) ও হেলাপার রোহিঙ্গা হাবিব উল্লাহকে (৪১) হাতেনাতে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে গাড়ি চালানোর আড়ালে ইয়াবা পাচার করে আসছে বলে স্বীকার করে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টেকনাফ বিশেষ জোনের এসআই তুন্তু মনি চাকমা বাদী হয়ে টেকনাফ মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন। |
