|
ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতাল বন্ধের নির্দেশ
মো: ফয়জুল আলম
|
|
নিউজ ডেস্কঃ রাজধানী ঢাকার বাড্ডার সাঁতারকুলে অবস্থিত ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালের সার্বিক কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। আয়ান আহমেদ (৫) নামের এক শিশুর মৃত্যুর পরিপ্রেক্ষিতে তার বাবার করা অভিযোগের ভিত্তিতে রোববার (১৪ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান স্বাক্ষরিত এক আদেশে এ নির্দেশ দেওয়া হয়। স্বাস্থ্য অধিদপ্তর এক বিবৃতিতে জানায়, সম্প্রতি ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে আয়ান (৫) নামের এক শিশুর মৃত্যু হয়। এ ঘটনায় তার বাবা অভিযোগ জানালে স্বাস্থ্য অধিদপ্তর বুধবার (১০ জানুয়ারি) হাসপাতালটি পরিদর্শন করে। সে সময় হাসপাতাল কর্তৃপক্ষ লাইসেন্স দেখাতে ব্যর্থ হয়। জানা গেছে, নিবন্ধন বা লাইসেন্সের জন্য তারা কখনও আবেদনই করেনি। সে কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রতিষ্ঠানটির সব ধরনের কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে আয়ানের মৃত্যুর ঘটনায় ভুল চিকিৎসার অভিযোগে গত ৯ জানুয়ারি রাজধানীর বাড্ডা থানায় মামলা দায়ের করেন তার বাবা মো. শামীম আহমেদ। মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ৩০ ডিসেম্বর বেলা ১১টায় আয়ান আহমেদের সুন্নতে খতনা করানোর জন্য সাঁতারকুল, মাদানি অ্যাভিনিউ রোডে অবস্থিত ইউনাইটেড মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরদিন কিছু টেস্ট করার পর তারা আয়ানকে অপারেশনের জন্য নিয়ে যায়। সেখানে অপারেশনের পর তার অবস্থা জটিল আকার ধারণ করলে তাকে গুলশানের ইউনাইটেড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেও লাইফ সাপোর্টে রাখলেও তার পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। শিশুটির বাবা তাকে অন্য হাসপাতালে নিয়ে যেতে চাইলেও হাসপাতাল কর্তৃপক্ষ তাতে কোনো ভ্রূক্ষেপই করেনি। পরে ৭ জানুয়ারি আয়ান মারা যায়। হাসপাতাল কর্তৃপক্ষ আয়ানকে মৃত ঘোষণা করে তার বাবার হাতে পাঁচ লাখ ৭৭ হাজার ২৫৭ টাকার বিল ধরিয়ে দেয়। এ ঘটনায় গত মঙ্গলবার সুপ্রিম কোর্টের আইনজীবী এ বি এম শাহজাহান আকন্দ হাইকোর্টে রিট করেন। রিটে তিনি মৃত্যুর কারণ অনুসন্ধান করে সাত দিনের মধ্যে প্রতিবেদন দিতে নির্দেশনা চান। রিটে উল্লেখিত তথ্য অনুযায়ী, খৎনার আগে শিশু আয়ানকে অ্যানেসথেসিয়া দেওয়া হয়। তবে সে সময় কোনো ধরনের অনুমতি ছাড়াই তাকে ‘ফুল অ্যানেসথেসিয়া’ (জেনারেল) দেন সংশ্লিষ্ট চিকিৎসক। |
