|
কৃষি জমির টপসয়েল কাটায় ৩ লাখ টাকা জরিমানা
মো: ফয়জুল আলম
|
|
নিউজ ডেস্কঃ চট্টগ্রামের আনোয়ারায় কৃষি জমির টপসয়েল (ভূমির উপরস্তর) কাটার অপরাধে দুই ইটভাটার মালিককে ৩ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় মাটি কাটার কাজে ব্যবহারিত ২টি এক্সেভেটর ও ৮টি ট্রাক জব্দ করা হয়। শনিবার (১৩ জানুয়ারি) রাতে উপজেলার বটতলী ও রায়পুর ইউনিয়নে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ইশতিয়াক ইমন। অভিযানে টপসয়েল কাটার কাজে জড়িত এমবিএম ইটভাটার সত্ত্বাধিকারী শামসুল ইসলামকে ২ লাখ ৫০ হাজার টাকা ও কেবিডব্লিউ ইটভাটার সত্ত্বাধিকারী হারুনর রশীদকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ইশতিয়াক ইমন বলেন, বটতলী ও রায়পুর ইউনিয়নে এস্কেভেটর দ্বারা কৃষিজমির উপরিভাগের উর্বর মাটি কেটে ইটভাটার নিয়ে যাওয়ার অভিযোগে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মাটি কাটার অপরাধে দুইজনকে বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুসারে ৩ লাখ টাকা জরিমানা করা হয়। এসময় মাটি কাটার কাজে ব্যবহারিত ২টি এক্সেভেটর ও ৮টি ট্রাক জব্দ করা হয়। |
