|
লাখ সেনার বিশাল মহড়ায় ন্যাটো
মো: ফয়জুল আলম সুজন
|
|
নিউজ ডেস্কঃ স্নায়ুযুদ্ধের পর এবারই সবচেয়ে বড় সামরিক মহড়ায় নামছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাদের সমরজোট ন্যাটো। এক মাসের বেশি সময় ধরে এ মহড়ায় অংশ নেবে অন্তত ৯০ হাজার সেনা। আসছে সপ্তাহ থেকেই মহড়া শুরু হবে বলে জানিয়েছে ন্যাটো। রাশিয়ার সীমান্তবর্তী ন্যাটো দেশগুলোতে সম্ভাব্য রুশ হামলার মুখে কীভাবে মার্কিন সৈন্যরা অতিদ্রুত সহায়তায় এগিয়ে আসতে পারে, সে উদ্দেশ্যেই এ মহড়া। খবর রয়টার্সের। ন্যাটো জোটের শীর্ষ কমান্ডার জেনারেল ক্রিস ক্যাভোলি বৃহস্পতিবার ব্রাসেলসে সাংবাদিকদের জানিয়েছেন, স্টেডফাস্ট ডিফেন্ডার ২০২৪ নামের সামরিক মহড়ায় ৯০ হাজারের বেশি সেনা অংশ নেবে। মহড়া চলবে আগামী মে মাস পর্যন্ত। ব্রাসেলসে জাতীয় প্রতিরক্ষা প্রধানদের দুই দিনের বৈঠক শেষে সাংবাদিকদের ক্যাভোলি জানান, জার্মানি, পোল্যান্ড, নরওয়ে, রোমানিয়ার সীমান্তে এ মহড়া হবে। এতে ন্যাটো সেনাদের পাশাপাশি সুইডেনের সেনারাও যোগদান করবে, দেশটি শিগগিরই ন্যাটো জোটে প্রবেশ করতে যাচ্ছে। ন্যাটো সূত্র জানায়, বিশালসংখ্যক সেনার পাশাপাশি বিমানবাহী রণতরী থেকে শুরু করে ডেস্ট্রয়ার পর্যন্ত ৫০টিরও বেশি জাহাজ অংশ নেবে মহড়ায়। এছাড়াও ৮০টিরও বেশি যুদ্ধজাহাজ, হেলিকপ্টার ও ড্রোন এবং ১৩৩টি ট্যাঙ্ক ও ৫৩৩টি ইনফ্যান্ট্রি সাঁজোয়াযানসহ অন্তত ১১০০টি সামরিক যান থাকবে এই মহড়ায়। ক্যাভোলি বলেন, এই মহড়া ন্যাটোর আঞ্চলিক পরিকল্পনা বাস্তবায়নের একটির অংশ। এটি একটি প্রতিরক্ষা পরিকল্পনা যা কয়েক দশকের মধ্যে প্রথম তৈরি করেছে ন্যাটো। এরমধ্যে দিয়ে কীভাবে সদস্যদেশগুলোর ওপর সম্ভাব্য রাশিয়ার আক্রমণের তাৎক্ষণিক জবাব দেওয়া যায়, তার বিশদ বিবরণ নির্দেশিত হবে। ন্যাটো তাদের ঘোষণায় রাশিয়ার নাম উল্লেখ করেনি। তবে জোটের শীর্ষ কৌশলগত নথিতে বর্তমান সময়ে রাশিয়াকে ন্যাটো সদস্যদের নিরাপত্তার জন্য সবচেয়ে উল্লেখযোগ্য ও সরাসরি হুমকি হিসেবে চিহ্নিত করা হয়েছে। ন্যাটোর মতে, এই মহড়া ইউরোপের প্রতিরক্ষাকে শক্তিশালী করতে উত্তর আমেরিকা ও জোটের অন্যান্য সদস্যদেশ থেকে দ্রুত বাহিনী মোতায়েন করতে ন্যাটোর ক্ষমতা প্রদর্শন করবে। প্রতিপক্ষের সম্ভাব্য কোনো হামলা মোকাবিলার তাৎক্ষণিক প্রস্তুতি এই মহড়া। |
