|
মর্মান্তিক দুর্ঘটনা, নৌকাডুবিতে ১৩ স্কুল শিক্ষার্থী নিহত
মো: ফয়জুল আলম
|
|
নিউজ ডেস্কঃ ভারতের পশ্চিমাঞ্চলীয় গুজরাট রাজ্যে একটি নৌকাডুবির ঘটনায় ১৫ জন নিহত হয়েছে। এদের মধ্যে ১৩ জন স্কুল শিক্ষার্থী এবং দুই জন শিক্ষক ছিল। ১৮ জানুয়ারি, বৃহস্পতিবার মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটেছে। এতে আরও অনেকেই নিখোঁজ রয়েছে বলে জানা গেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় গুজরাটের ভাদোদরা জেলার হারনি লেকে পিকনিকের নৌকা ডুবে যাওয়ার পরে ১৩ শিক্ষার্থী এবং ২ জন শিক্ষক নিহত হয়। শিক্ষক-শিক্ষার্থীসহ নৌকাটিতে মোট ৩৪ জন আরোহী ছিল বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম।
ভাদোদরা জেলার আশেপাশের এলাকার কয়েক ডজন লোক উদ্ধার অভিযানে যোগ দিয়েছিল। এতে অংশ নেওয়া একজন জেলা কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, নিহতদের মধ্যে ১০ বছর বয়সী শিশু এবং তাদের একজন শিক্ষক ছিলেন। হাসপাতালের সুপারিনটেনডেন্ট রঞ্জন আইয়ার সাংবাদিকদের বলেছেন, এই নৌকাডুবির ঘটনায় মোট ১৫ জন মারা গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক হাসপাতালের অন্য কর্মকর্তারা বলেছেন, নিহতদের মধ্যে দুই শিক্ষক সহ ১০ বছরের কম বয়সী শিশু রয়েছে। দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে পরিষ্কার না হলেও ভাদোদরা জেলার একজন কর্মকর্তা এএফপিকে বলেছেন নৌকায় ২৭ জন আরোহী ছিল বলে ধারণা করা হচ্ছে। এদিকে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম এক্সে এই দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি নিহতদের প্রত্যেকের পরিবারকে ২ লাখ রুপি (ভারতীয় মুদ্রা) ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন। সূত্র: এএফপি
|
