|
গাজায় আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে ইসরায়েল: জাতিসংঘ
মো: ফয়জুল আলম
|
|
নিউজ ডেস্কঃ জাতিসংঘের একজন বিশেষজ্ঞ জানিয়েছেন, গাজায় অবিরাম বোমাবর্ষণ করে আন্তর্জাতিক আইন ভঙ্গ করেছে ইসরায়েল। অবরুদ্ধ এই উপত্যকায় ইসরায়েলি সামরিক অভিযানের ফলে অধিকাংশ ভবন ধ্বংস হয়েছে এবং হাজার হাজার ফিলিস্তিনি নিহত হয়েছে। ১৮ জানুয়ারি, বৃহস্পতিবার স্পেনের রাজধানী মাদ্রিদে এক সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেছেন। ফিলিস্তিনি ভূখণ্ডে জাতিসংঘের বিশেষ র্যাপোর্টার ইতালীয় আইনজীবী ফ্রান্সেস্কা আলবানিজ সংবাদ সম্মেলনে বলেছেন, ‘ইসরায়েল এমন অনেক কাজ করেছে যা অবৈধ এবং অত্যন্ত বেআইনি।’ এমন এক সময় তিনি এই মন্তব্য করেছেন যখন ইসরায়েল জাতিসংঘের আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) গণহত্যার একটি মামলার মুখোমুখি হয়েছে। গাজার ফিলিস্তিনিদের হত্যার অভিযোগে দক্ষিণ আফ্রিকা আইসিজেতে এই মামলা দায়ের করেছে। তিনি যোগ করেছেন, ‘যদিও ইসরায়েলের আত্মরক্ষার অধিকার রয়েছে। তবে যে সমস্ত লোক সক্রিয়ভাবে যুদ্ধে জড়িত নয় যেমন, বেসামরিক নাগরিক, যুদ্ধবন্দী এবং অসুস্থ ও আহতদের রক্ষা করার জন্য আন্তর্জাতিক মানবিক আইনকে অবশ্যই সম্মান করতে হবে।’ আলবানিজ উল্লেখ করেছেন, যোদ্ধা এবং বেসামরিকদের মধ্যে পার্থক্য করা বুঝতে হবে। সামরিক আক্রমণগুলোর সময় বেসামরিক নাগরিকদের অত্যধিক ক্ষতি যেন না হয় তা নিশ্চিত করতে হবে। তিনি বলেছেন, ‘অথচ ইসরায়েলি বাহিনী এর বিপরীতটাই করেছে। ১০০ দিনের বেশি সময় ধরে তারা গাজা উপত্যকায় অবিরাম বোমাবর্ষণ করেছে। প্রথম দুই সপ্তাহের মধ্যে প্রতি সপ্তাহে ৬ হাজার বোমা ব্যবহার করা হয়েছে। জনাকীর্ণ এলাকায় ২ হাজার পাউন্ড বোমা ফেলা হয়েছে।’ তিনি আরও বলেছেন, ‘বেশিরভাগ হাসপাতাল অকার্যকর করে দেওয়া হয়েছে। এগুলোর মধ্যে প্রধান একটি হাসপাতাল বন্ধ করে দেওয়া হয়েছে। কোনো হাসপাতালে বোমা হামলা করা হয়েছে, আবার কোনো হাসপাতাল সেনাবাহিনী দখল করে নিয়েছে। মানুষ এখন শুধু বোমার আঘাতেই নয় বরং ক্ষত নিরাময়ের জন্য পর্যাপ্ত স্বাস্থ্য অবকাঠামো না থাকায় মারা যাচ্ছে।’ জাতিসংঘের বিশেষ এই র্যাপোর্টার বলেছেন, ‘প্রতিদিন অসংখ্য শিশুর এক বা দুটি অঙ্গ কেটে ফেলতে হচ্ছে। এই যুদ্ধের প্রথম দুই মাসে অ্যানেস্থেসিয়া ছাড়াই ১ হাজার শিশুর অঙ্গ কেটে ফেলা হয়েছে। এটি ভয়াবহ একটি ব্যাপার।’ উল্লেখ্য, গত বছরের ৭ অক্টোবর থেকে লাগাতার ইসরায়েলি বোমাবর্ষণে গাজা উপত্যকা ধ্বংস হয়ে গেছে। ইসরায়েলের বিমান ও স্থল আক্রমণের ফলে এখন পর্যন্ত কমপক্ষে ২৪ হাজার ৬১০ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। নিহতদের বেশিরভাগই নারী ও শিশু ছিল। জাতিসংঘের মতে, গাজার ২৩ লাখ বাসিন্দার মধ্যে শতকরা ৮৫ ভাগই বাস্তুচ্যুত হয়েছে। সূত্র: এএফপি
|
