|
ইন্দোনেশিয়া নৌ হাসপাতাল পাঠালো গাজাবাসীর জন্য
মো: ফয়জুল আলম
|
|
নিউজ ডেস্কঃ ফিলিস্তিনের যুদ্ধাহত গাজাবাসীর চিকিৎসার জন্য নৌ হাসাপাতাল (জাহাজ) পাঠিয়েছে ইন্দোনেশিয়া। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) জাহাজটি মিশরের আল-আরিশ বন্দরের উদ্দেশে জাকার্তার তানজুং প্রিওক বন্দর ত্যাগ করে। গাজার লোকজনদের জন্য মানবিক সহায়তার অংশ হিসেবে এ জাহাজ পাঠানো হয়েছে। খবর আরব নিউজ ও ভয়েস অব আমেরিকা। ইসরায়েলিদের অব্যাহত হামলার পরিপ্রেক্ষিতে গাজায় ২৫ হাজারের বেশি নিহতের পাশাপাশি আহত হয়েছে ৬০ হাজারের বেশি ফিলিস্তিনি। তবে ইসরায়েলি হামলায় গাজার প্রায় সব হাসপাতাল চিকিৎসা দেওয়ার অযোগ্য হয়ে পড়ায় এসব আহত ফিলিস্তিনির দুর্ভোগ অনেকখানি বেড়েছে। এই পরিস্থিতিতে ইন্দোনেশিয়া সরকার যুদ্ধাহত গাজাবাসীকে স্বাস্থ্য পরিষেবা দেওয়ার পরিকল্পনা গ্রহণ করে। এরই অংশ হিসেবে তারা মিশর সরকারের সঙ্গে আলোচনার পর চিকিৎসা সরঞ্জামবাহী জাহাজটি গাজার উদ্দেশে পাঠায়। এতে থাকছে ওষুধ, হাসপাতালের চিকিৎসা সরঞ্জামসহ শিশুদের প্রয়োজনীয় সামগ্রী। এর আগেও দুইবার মানবিক সাহায্য পাঠিয়েছে বিশ্বের সর্ববৃহৎ মুসলিম জনসংখ্যার দেশটি। নভেম্বরে পাঠানো সেই মানবিক সহায়তার মধ্যে ছিল ওষুধ, খাবার, স্বাস্থ্যবিধি কিট, কম্বল, গদি এবং হাসপাতালের জন্য চিকিৎসা সরঞ্জাম। ইন্দোনেশিয়ার প্রতিরক্ষামন্ত্রী প্রবোও সুবিয়ান্তো বলেন, গাজার ভাই-বোনদের জন্য আমরা এই মানবিক ত্রাণসামগ্রী পাঠাচ্ছি। ইসরায়েলি বাহিনীর নির্মম হামলায় গাজাবাসী এখন অমানবিক একটি সময় পার করছে। আমরা এই যুদ্ধে জড়িত কোনো পক্ষ নই। তারপরও ফিলিস্তিনি ভাইবোনদের প্রতি আমরা সংহতি জানাচ্ছি। তাদের প্রতি আমাদের মানবিক দায়িত্ব আছে। এর অংশ হিসেবে ইন্দোনেশিয়ান নৌবাহিনীর হাসপাতালের জাহাজ কেআরআই রাদজিমান ওয়েডইয়োডিনিনগ্রাদ ৯৯২ জাকার্তা থেকে বেলাওয়ান হয়ে গাজার নিকটবর্তী জলসীমা মিশরের আল-আরিশ বন্দর যাবে। সেখানে মিশরের রেডক্রসের মাধ্যমে গাজাবাসীদের চিকিৎসা সেবা দেওয়ার পর পুনরায় জাকার্তায় ফিরে আসবে। এতে ৫০ দিনের মতো সময় লেগে যাবে। |
