|
ফিলিস্তিনি পুরো ভূখণ্ডের নিয়ন্ত্রণ চান নেতানিয়াহু!
মো: ফয়জুল আলম
|
|
নিউজ ডেস্কঃ স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের অস্তিত্ব ফের নাকচ করে দিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি শনিবার আবারও জোর দিয়ে বলেছেন, সমস্ত ফিলিস্তিনি ভূখণ্ডের ওপর নিরাপত্তা নিয়ন্ত্রণ নেবে ইসরায়েল। এই শর্তটি ভবিষ্যৎ ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার বিপরীত। খবর বিবিসি ও আল জাজিরার। ফিলিস্তিনের গাজা ও পশ্চিমতীরে গত তিন মাসের বেশি সময় ধরে ইসরায়েলি বাহিনী নির্বিচার বিমান হামলা চালিয়ে যাচ্ছে। এ পর্যন্ত গাজা উপত্যকায় ২৫ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত এবং ঘরবাড়ি বিধ্বস্ত হয়ে ৮৫ ভাগ মানুষ উদ্বাস্তু হয়েছে। এমন পরিস্থিতিতে ইসরায়েলের ওপর গাজায় যুদ্ধ বন্ধে চাপ দেওয়ার পাশাপাশি যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা মিত্ররা জোর দিচ্ছে ভবিষ্যতের স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে। তবে বরাবরই বিষয়টি নাকচ করে আসছে ইসরায়েলি সরকার। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র এ বিষয়ে নেতানিয়াহুকে চাপ দিয়ে যাচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন শুক্রবার এক ফোন কলে নেতানিয়াহুর সঙ্গে ফিলিস্তিনি ভূখণ্ডের ভবিষ্যত নিয়ে কথা করেন। যুক্তরাষ্ট্র বিশ্বাস করে, ‘দুই-রাষ্ট্র সমাধান’ নামে পরিচিত ইসরায়েলের পাশাপাশি একটি ভবিষ্যত স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদী স্থিতিশীলতার জন্য গুরুত্বপূর্ণ। প্রায় এক মাসের মাথায় নেতানিয়াহুর সঙ্গে ফোনালাপে মার্কিন প্রেসিডেন্ট বাইডেন বলেছেন, একটি দ্বি-রাষ্ট্রীয় সমাধান এখনও সম্ভব। বাইডেন এও বলেছেন, অনেক ধরনের দ্বি-রাষ্ট্র সমাধান রয়েছে। অনেক দেশ আছে যারা জাতিসংঘের সদস্য যারা… তাদের নিজস্ব সামরিক বাহিনী নেই। বরাবরের মতো নেতানিয়াহু তার সরকারের ওপর মার্কিন চাপ অস্বীকার করলেন। বাইডেনের ফোনালাপ নিয়ে শনিবার তেলআবিবে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় নেতানিয়াহু তার অবস্থানে আরও অটলতা দেখান। নেতানিয়াহুর কার্যালয় থেকে এক বিবৃতিতে বলা হয়, প্রেসিডেন্ট বাইডেনের সঙ্গে কথোপকথনে প্রধানমন্ত্রী নেতানিয়াহু তার নীতি পুনর্ব্যক্ত করেছেন। নেতানিয়াহু বলেন, গাজায় হামাসকে নির্মূল করার পর ইসরায়েল অবশ্যই গাজার ওপর নিরাপত্তা নিয়ন্ত্রণ বজায় রাখবে, যাতে গাজা আর ইসরায়েলের জন্য হুমকি হয়ে দাঁড়াতে না পারে। ইসরায়েলের ভবিষ্যত নিরাপত্তার কারণেই ফিলিস্তিনের সার্বভৌমত্বের দাবির বিরোধিতা করেন নেতানিয়াহু। গাজা ও পশ্চিম তীরে ইসরায়েলি প্রধানমন্ত্রীর সর্বশেষ হস্তক্ষেপ ভবিষ্যত স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের বিষয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি বিভেদকে গভীর করে তুলেছে। হোয়াইট হাউস স্বীকার করেছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সরকার ‘স্পষ্টভাবেই বিষয়টিকে ভিন্ন চোখে দেখছে। |
