|
গাজায় ইসরায়েলি হামলায় নিহত ২, আহত ৮
মোঃ সাইদুল ইসলাম ইমু
|
|
নিউজ ডেস্ক: ফিলিস্তিনের প্রতিরোধ গোষ্ঠী হামাসের সশস্ত্র শাখা আল কাসাম ব্রিগেডস জানিয়েছে, গত ৯৬ ঘণ্টায় গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় দুই ইসরায়েলি জিম্মি নিহত এবং আহত হয়েছেন আরও আটজন। রোববার (১১ ফেব্রুয়ারি) কাসাম ব্রিগেডস গ্রুপের টেলিগ্রাম চ্যানেল থেকে এ খবর জানা যায়। খবর মিডলইস্টমনিটর, রয়টার্স। আল কাসসাম ব্রিগেডস তাদের দেওয়া বিবৃতিতে জানিয়েছে, তাদের হাতে থাকা আহত জিম্মিরা চিকিৎসার অভাবে খুবই কষ্টে দিন কাটাচ্ছে। তাদের অবস্থা দিন দিন আরও বিপজ্জনক হয়ে ওঠছে। গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় হামাস। সে সময় তাদের হামলায় এক হাজার ২০০ ইসরায়েলি নিহত হয়। এ সময় হামাস অন্তত ২৫০ জন ইসরায়েলিকে আটক করে গাজায় নিয়ে আসে। এরপর থেকে ইসরায়েল গাজাসহ ফিলিস্তিনের বিভিন্ন এলাকায় হামলা চালাতে থাকে। হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় অনুসারে, চার মাসের বেশি সময় ধরে অব্যাহত ইসরায়েলি হামলায় ২৮ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় ৭০ হাজার ফিলিস্তিনি নাগরিক। স্থল ও বিমান হামলায় গাজার প্রায় পুরোটাই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। বাস্তুচ্যুত হয়েছে গাজার অর্ধেকের বেশি মানুষ। নভেম্বরের শেষ দিকে সপ্তাহব্যাপী যুদ্ধবিরতির সময় হামাস প্রায় ২৪০ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেওয়ার বিনিময়ে শতাধিক ইসরায়েলি ও বিদেশি জিম্মিকে মুক্তি দেয়। বিভিন্ন সময় ইসরায়েলি হামলায় বেশ কয়েকজন জিম্মি নিহত হয়। এরপরও হামাসের কাছে শতাধিক জিম্মি রয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। ইসরায়েলের প্রধান সামরিক মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারি গত মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) একটি নিয়মিত মিডিয়া ব্রিফিংয়ে বলেন, গাজায় হামাসের হাতে আটক বাকি জিম্মিদের মধ্যে ৩১ জন মারা গেছেন। আমরা তাদের পরিবারকে জানিয়েছি, তাদের আটক করা প্রিয়জনরা আর জীবিত নেই। আমরা তাদের মৃত ঘোষণা করেছি। তবে এখনও তাদের কাছে ১৩৬জন জিম্মি রয়ে গেছে। |
