|
ভারতীয় নৌবাহিনীর ৮ কর্মীকে মুক্তি দিলো কাতার
মোঃ সাইদুল ইসলাম ইমু
|
|
নিউজ ডেস্ক: কাতারে গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেপ্তার আটজন সাবেক ভারতীয় নৌবাহিনীর কর্মীকে মুক্তি দেওয়া হয়েছে। দীর্ঘ ১৮ মাস কারাভোগের পর তারা সোমবার ভোরে দেশে ফিরে পৌঁছান। মুক্তিপ্রাপ্তরা হলেন ক্যাপ্টেন নবতেজ সিং গিল, ক্যাপ্টেন সৌরভ বাসিষ্ট, কমান্ডার পূর্ণেন্দু তিওয়ারি, ক্যাপ্টেন বীরেন্দ্র কুমার ভার্মা, কমান্ডার সুগুনকার পাকালা, কমান্ডার সঞ্জীব গুপ্তা, কমান্ডার অমিত নাগপাল এবং সেইলর রাগেশ। ২০২২ সালের আগস্টে কাতারের বেসরকারি প্রতিষ্ঠান ডাহরা গ্লোবালের কর্মরত অবস্থায় তাদের গ্রেপ্তার করা হয়। কাতারি আমিরি নৌবাহিনীতে ইতালীয় ইউ২১২ স্টিলথ সাবমেরিন চালু করতে ব্যক্তিগত পর্যায়ে সহায়তা করার অভিযোগে তাদের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির মামলা দায়ের করা হয়। গত বছরের অক্টোবর ২৬ তারিখে কাতারের একটি আদালত তাদেরকে মৃত্যুদণ্ড দেয়। ভারত সরকার এই রায়ের তীব্র নিন্দা করে এবং জানায় তারা সব ধরনের আইনি সম্ভাবনা খতিয়ে দেখছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দুবাইয়ে কপ-২৮ সম্মেলনের ফাঁকে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানির সাথে সাক্ষাৎ করার কয়েক সপ্তাহ পরে ডিসেম্বরে মৃত্যুদণ্ড স্থগিত করা হয়। দেশে ফিরে আসা নৌবাহিনীর কর্মীরা তাদের মুক্তি নিশ্চিত করার জন্য প্রধানমন্ত্রী মোদি এবং সরকারকে ধন্যবাদ জানিয়েছেন। ‘আমরা নিরাপদে ভারতে ফিরে এসে খুব খুশি। প্রধানমন্ত্রী মোদির ব্যক্তিগত হস্তক্ষেপের কারণেই এটি সম্ভব হয়েছে,’ তাদের একজন বলেন। |
