|
ইসরায়েলকে অস্ত্র না দিতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে ইইউ
মোঃ সাইদুল ইসলাম ইমু
|
|
নিউজ ডেস্ক: গাজা যুদ্ধে বিপুলসংখ্যক বেসামরিক নাগরিক হতাহতের কারণে ইসরায়েলের কাছে অস্ত্র সরবরাহ বন্ধ করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান জোসেপ বোরেল। ১২ ফেব্রুয়ারি, সোমবার বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে এক সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেছেন তিনি। ইইউ উন্নয়ন সহায়তাবিষয়ক মন্ত্রীদের সঙ্গে বৈঠকের পর বোরেল মার্কিন প্রেসিডেন্ট বাইডেনকে লক্ষ্য করে সাংবাদিকদের বলেছেন, ‘আচ্ছা, আপনি যদি বিশ্বাস করেন যে অনেক বেশি লোক নিহত হচ্ছে, তাহলে এত লোককে হত্যা করা ঠেকাতে আপনার কম অস্ত্র সরবরাহ করা উচিত।’ প্রসঙ্গত, গত সপ্তাহে বাইডেন বলেছিলেন, ৭ অক্টোবর হামাসের আক্রমণের পর ইসরায়েলের প্রতিক্রিয়া অত্যন্ত বেশি মাত্রার ছিল। এদিকে মার্কিন এবং অন্যান্য পশ্চিমা কর্মকর্তারা বারবার সতর্ক করে বলেছেন, গাজায় অনেক বেশি বেসামরিক লোক নিহত হচ্ছে। বোরেল সাংবাদিকদের প্রশ্ন করেন, ‘আপনারা বিশ্ব নেতা এবং পররাষ্ট্রমন্ত্রীদের কতবার বলতে শুনেছেন যে অনেক লোককে হত্যা করা হচ্ছে?’ তিনি আরও বলেছেন, ‘আন্তর্জাতিক সম্প্রদায় যদি বিশ্বাস করে যে এটি একটি হত্যাকাণ্ড, এতে অনেক লোক নিহত হচ্ছে। তাহলে আমাদের অস্ত্র সরবরাহ ব্যবস্থার কথা ভাবতে হবে।’ উল্লেখ্য, গত বছরের ৭ অক্টোবর থেকে গাজায় সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। ৪ মাসের বেশি সময় ধরে চলমান এই যুদ্ধে ২৮ হাজার ৪৭৩ জন ফিলিস্তিনি নিহত ৬৮ হাজার ১৪৬ জন আহত হয়েছে। নিহতদের বেশিরভাগই নারী এবং শিশু। |
