|
পর্যটকদের ১০ ডলার ফি গুনতে হবে বালি দ্বীপে ঢুকতে
মোঃ সাইদুল ইসলাম ইমু
|
|
নিউজ ডেস্ক: বিশ্বের অন্যতম জনপ্রিয় পর্যটনস্পট বালি দ্বীপে প্রবেশের জন্য বিদেশী পর্যটকদের এখন থেকে ১০ ডলার প্রবেশ-ফি দিতে হবে। পর্যটন কর হিসেবে মূল্য বুধবার ভ্যালেন্টাইন্স ডে থেকেই কার্যকর হয়েছে। ইন্দোনেশিয়ার বালি দ্বীপ বিস্তৃত সমুদ্র সৈকত এবং সার্ফিং ঢেউয়ের পাশাপাশি এর সুন্দর প্রাকৃতিক দৃশ্যের জন্য বিশ্বের তাবত পর্যটকদের কাছে জনপ্রিয়। বেশ কিছু সুদৃশ্য মন্দিরও রয়েছে দ্বীপটিতে। দেশটির সরকারি তথ্য অনুযায়ী, গত বছরের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত প্রায় সারাবিশ্ব থেকে প্রায় ৫০ লাখ পর্যটক বালিতে গিয়েছেন। করোনা মহামারীর আগে বালির পর্যটন খাত থেকেই ইন্দোনেশিয়ার বার্ষিক জিডিপিতে প্রায় ৬০ শতাংশ যুক্ত হয়েছে। বালিতে বিদেশী পর্যটকদের মধ্যে সবচেয়ে বেশি ছিলেন অস্ট্রেলিয়ানরা। এরপর ভারত, চীন ও সিঙ্গাপুরের পর্যটকরা দ্বীপটি বেশি ভ্রমণে যান। প্রাদেশিক পরিসংখ্যান ব্যুরোর মতে, ২০২৩ সালে কেবল অস্ট্রেলিয়া থেকেই এক লাখ পর্যটক বালি গেছেন। এখন পর্যটক আগমনে কিছুটা লাগাম টানতে চায় বালি কর্তৃপক্ষ। কেননা, সাম্প্রতিক বছরগুলোতে বালিতে পর্যটকদের নানান অনিয়ম, অপকর্ম ও স্থানীয়দের সঙ্গে দুর্ব্যবহারের মাত্রা বেড়ে গেছে। সম্প্রতি বালির একটি হিন্দু মন্দিরের ভেতরে প্রকাশ্যে অস্ট্রেলিয়ান দম্পতির যৌন মিলনের ভিডিও প্রকাশ পেলে ঘটনাটি নিয়ে তুমুল হৈচৈ শুরু হয়। যদিও কর্তৃপক্ষ বলছে, দ্বীপের পরিবেশ ও সংস্কৃতি রক্ষার লক্ষ্যেই নতুন শুল্ককর ধার্য করা হয়েছে। এখন থেকে বালিতে ঢুকতে বিদেশিদের, এমনকি ইন্দোনেশিয়ার অন্যান্য অঞ্চল থেকে আসা পর্যটকদেরও দেড় লাখ রুপিয়া (১০ ডলার) শুল্ক দিতে হবে। ভ্রমণকারীদের দ্বীপটিতে আগমনের আগেই ‘লাভ বালি’ ওয়েবসাইটের মাধ্যমে অর্থ পরিশোধ করার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ। কর্তৃপক্ষ শুল্ক আরোপের পাশাপাশি বালিতে বিদেশী পর্যটকদের মোটরবাইক ব্যবহার নিষিদ্ধ করার পরিকল্পনা নিয়েছে। অসংখ্য বিদেশি পর্যটক দ্বীপটিতে ট্রাফিক আইন লঙ্ঘন করায় এমন সিদ্ধান্ত নিতে যাচ্ছে ইন্দোনেশিয়ার বালি কর্তৃপক্ষ। |
