|
মিসৌরিতে র্যালিতে গুলি, নিহত ১
মোঃ সাইদুল ইসলাম ইমু
|
|
নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের মিসৌরিতে বন্দুক হামলায় একজন নিহত এবং আরও ২১ জনের মতো আহত হয়েছেন। মার্কিন ন্যাশনাল ফুটবল লিগ (এনএফএল) বিজয়ী কানসাস সিটি চিফের সুপার বোল র্যালিতে এ হামলা হয়। খবর বিবিসির। পুলিশ জানায়, কানসাস সিটির প্রাণকেন্দ্রে হাজার হাজার ভক্ত-সমর্থক সুপার বোল বিজয় র্যালির উৎসবে অংশ নিয়েছিল। স্থানীয় সময় দুপুর ২টায় বিজয় র্যালি শেষ হলেও তখনও কানসাস সিটি চিফ দলের খেলোয়াড়রা মঞ্চে ছিলেন। পুলিশ বলছে, এমন সময় ইউনিয়ন স্টেশনের পশ্চিম দিক থেকে বন্দুক হামলা চালানো হয়। গুলিতে মোট ২২ জন আহত হয়েছেন। তাদের মধ্যে একজন মারা গেছেন এবং আরও ৮ জনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের মধ্যে শিশুও রয়েছে। গোলাগুলির কারণে মানুষের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। এ সময় উৎসবে থাকা শহরের মেয়র ও তার পরিবারের সদস্যরাও আতঙ্কিত হয়ে পড়েন। তাৎক্ষণিক ঘটনাস্থলে থাকা পুলিশ ও নিরাপত্তা সদস্যরা সক্রীয় হয়ে ওঠেন। কানসাস সিটির পুলিশ প্রধান স্টেসি গ্রেভস বলেন, গুলি শুরু হওয়ার পর নিরাপত্তা কর্মকর্তারা অবিলম্বে ব্যবস্থা নেন। অন্তত ৮০০ পুলিশ সদস্য উৎসব স্থলে উপস্থিত ছিলেন। এ হামলার সঙ্গে জড়িত সন্দেহে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। নগর কর্তৃপক্ষ হামলায় হতাহতদের পরিচয় প্রকাশ করেনি এবং আটক সন্দেহভাজন ব্যক্তিদেরও কোনো তথ্য দেয়নি। তবে স্থানীয় একটি রেডিও স্টেশন জানিয়েছে, হামলায় নিহত ব্যক্তি একজন ডিজে। তার নাম লিসা লোপেজ। স্থানীয় সূত্র জানিয়েছে, এটি কোনো সন্ত্রাসী হামলা নয়। র্যালিতে আসা কয়েক জন ব্যক্তির মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে গুলির ঘটনা ঘটে। এ ঘটনার সঙ্গে সন্ত্রাসবাদের যোগসূত্র নেই। পুলিশ বলছে,বিষয়টি তারা তদন্ত করে দেখছেন। ঘটনাস্থলে থাকা গোয়েন্দারা দ্রুত কাজ শুরু করেছেন। |
