|
একই খাঁচায়,আকবর-সীতা: বিশ্ব হিন্দু পরিষদের আপত্তির পর, হাইকোর্টে মামলা
মোঃ সাইদুল ইসলাম ইমু
|
|
নিউজ ডেস্ক: ত্রিপুরার বিশালগড়ের সিপাহিজলা জ্যুলজিক্যাল পার্ক থেকে সম্প্রতি পশ্চিমবঙ্গের জলপাইগুড়ির বেঙ্গল সাফারি পার্কে নিয়ে আসা হয়েছে ‘আকবর’ ও ‘সীতা’ নামের দুটি সিংহকে। একই খাঁচায় রাখা হয়েছে এই সিংহ জুটিকে। এই ঘটনায় আপত্তি জানিয়েছে বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি)। হিন্দুত্ববাদী সংগঠনটির দাবি, রাজ্যের বন দপ্তর সিংহ দুটির এই নামকরণ এবং তাদের একসঙ্গে রেখে ধর্ম অবমাননা করেছে। এই বিতর্কের জের ধরে শুক্রবার ভিএইচপি কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে মামলা দায়ের করেছে। মামলায় রাজ্যের বন দপ্তর এবং জলপাইগুড়ি সাফারি পার্কের ডিরেক্টরকে বিবাদী করা হয়েছে। এমনকি সিংহ দুটির নাম বদলেরও দাবি তুলেছে সংগঠনটি। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে মামলাটির শুনানি হওয়ার কথা রয়েছে। এদিকে, রাজ্যের বন দপ্তর জানিয়েছে, আগে থেকেই সিংহ দুটির এ নামকরণ করা হয়েছে। আর ত্রিপুরা থাকতেই এ সিংহ দুটি একসঙ্গে ছিল। পশ্চিমবঙ্গে আসামাত্র বিষয়টি নিয়ে বিতর্ক শুরু হয়েছে। ত্রিপুরার বিশালগড়ের সিপাহিজলা চিড়িয়াখানায় দুষ্মন্ত ও চিন্ময়ী সিংহ দম্পতির ঘরে ২০১৬ সালে তিনটি শাবকের জন্ম হয়।এই তিনটি শাবকের নাম রাখা হয়েছিল বিখ্যাত হিন্দি চলচ্চিত্র ‘অমর, আকবর ও অ্যান্টনি’-এর নাম অনুসারে – অমর, আকবর ও অ্যান্টনি। দুই বছর পর ২০১৮ সালে, একই সিংহ দম্পতির ঘরে আরেকটি সিংহ শাবকের জন্ম হয়। এই মেয়ে শাবকটির নাম রাখা হয়েছিল সীতা। উল্লেখ্য, মোগল সাম্রাজ্যের তৃতীয় সম্রাটের নাম ছিল আকবর। অন্যদিকে সীতা একজন পৌরাণিক চরিত্র, রামায়ণে রামচন্দ্রের স্ত্রী হিসেবে তিনি পরিচিত। |
