|
দেশের স্বার্থে আরও বেশি সংখ্যায় সন্তান চান পুতিন
মোঃ সাইদুল ইসলাম ইমু
|
|
নিউজ ডেস্ক: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দেশের জনসংখ্যা সংকট মোকাবেলায় প্রতিটি পরিবারে অন্তত দুটি করে সন্তান নেওয়ার কথা বলেছেন। তিনি বলেন, জাতিগতভাবে দেশের সঠিক অবস্থান বজায় রাখতে এবং দেশের বিকাশ অব্যাহত রাখতে এটি জরুরি। ইউরাল অঞ্চলে এক শ্রমিক সমাবেশে পুতিন বলেন, ‘রাশিয়ার জনগণ যদি তাদের পরিচয় টিকিয়ে রাখতে চায়, তাহলে প্রতিটি পরিবারে অন্তত দুটি করে শিশু থাকা দরকার।’ তিনি বলেন, ‘পরিবারগুলো একটি করে সন্তান নিলে জনসংখ্যা কমে যাবে। তাই দুটি করে সন্তান নেওয়াই সবচেয়ে ভালো। আর দেশের জনসংখ্যা আরও বাড়াতে এবং বিকাশ ঘটাতে তিনটি বা তার চেয়ে বেশি সন্তান হলে সেটাই ভালো।’ রাশিয়ার রাষ্ট্রীয় পরিসংখ্যান ব্যুরোর এক প্রতিবেদন অনুযায়ী, গত বছর (২০২৩) সালের শুরুতে দেশটির জনসংখ্যা ছিল ১৪৬.৪ মিলিয়ন। অথচ ২০০৩ সালে দিকে দেশটিতে জনসংখ্যা ছিল ১৪৯ মিলিয়ন। অর্থাৎ ২০ বছরের ব্যবধানে দেশটিতে ২৫ লাখ জনসংখ্যা কমেছে। তবে ২০০৭ সাল থেকে ২০১২ সালের মধ্যে এ পরিস্থিতি আরও খারাপ ছিল। তখন দেশে জনসংখ্যা ছিল প্রায় ১৪৩ মিলিয়ন। সে সময় থেকে বর্তমানের পরিস্থিতি কিছুটা ভালো অবস্থানেই রয়েছে। বিশ্বের অনেক দেশ জনসংখ্যার সংকোচন সমস্যায় ভুগছে। উন্নত দেশগুলোতেই এ সমস্যা বেশি হচ্ছে। ভবিষ্যতে যথেষ্ট পরিমাণ নাগরিক পাওয়া যাবে না বলে শঙ্কায় পড়েছে এ দেশগুলো। |
