|
পকেটমার পেশায় নিয়োগ, বেতন ৮০ হাজার টাকা!
সাইদুল ইসলাম ইমু
|
|
নিউজ ডেস্ক: ভারতের পশ্চিমবঙ্গের মালদা জেলার ঝাড়খণ্ডের রাজমহল থানার মহারাজপুর গ্রামে পকেটমার পেশায় নিয়োগ দেওয়া হচ্ছে। দক্ষতা অনুযায়ী ২০ হাজার থেকে ৮০ হাজার টাকা পর্যন্ত বেতন দেওয়া হয়। পুলিশের অনুসন্ধানে এ তথ্য জানা গেছে। পকেটমারদেরকে গাড়ি-বাড়ি করে বেশ আয়েশি জীবন যাপন করতে দেখা যায়। এ পেশায় অনেক শিশুও যুক্ত হয়েছে। পকেটমার পেশায় যুক্ত হওয়ায় পুরো পশ্চিমবঙ্গে মোবাইল চুরির ঘটনা বেড়েছে। পুলিশ জানিয়েছে, অনেক মোবাইল চোরের টার্গেটই হচ্ছে এই গ্রাম। পুলিশ জানিয়েছে, পকেটমারের মতো অপরাধ আগেও ছিল। কিন্তু এখন এটিকে যেভাবে পেশার ধারায় নিয়ে যাওয়া হচ্ছে, তাতে শঙ্কিত প্রশাসন। কারণ এতে অপরাধের মাত্রা অনেকখানিই বাড়বে বলে তাদের আশঙ্কা। পুলিশের প্রতিবেদনে বলা হয়েছে, মহারাজপুর গ্রামে প্রায় ১০০ জন পকেটমার রয়েছে। তাদের মধ্যে অনেকেই এই পেশায় যুক্ত হয়েছে কয়েক বছর ধরে। তারা দক্ষতার ভিত্তিতে বেতন পায়। যারা বেশি দক্ষ, তাদের বেতনও বেশি। পুলিশের প্রতিবেদনে আরও বলা হয়েছে, পকেটমারদের মধ্যে অনেকেই স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থী। তারা পকেটমারী করে টাকা উপার্জন করে পরিবারের ভরণপোষণের পাশাপাশি নিজেরা আয়েশি জীবন যাপন করে। পুলিশের প্রতিবেদন অনুযায়ী, পকেটমাররা সাধারণত ট্রেন, বাস, মেট্রো, বাজার, বিনোদন কেন্দ্র, স্কুল-কলেজ, হাসপাতাল ইত্যাদি এলাকায় টার্গেট করে। তারা মানুষের ভিড়ের মধ্যে টার্গেট ব্যক্তির কাছ থেকে মোবাইল, টাকা, গহনা ইত্যাদি চুরি করে। পুলিশের জানিয়েছে, মহারাজপুর গ্রামে পকেটমারদের দৌরাত্ম্য বন্ধে তারা কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে। |
