|
তথ্যের বিনিময়ে রুশ কর্মকর্তাদের নাগরিকত্বের প্রস্তাব
সাইদুল ইসলাম ইমু
|
|
নিউজ ডেস্ক: গোয়েন্দা তথ্যের বিনিময়ে রাশিয়ান কর্মকর্তাদের ব্রিটিশ পাসপোর্ট দেওয়ার প্রস্তাব করেছে যুক্তরাজ্য। ২৩ ফেব্রুয়ারি, শুক্রবার ব্রিটিশ সংবাদপত্র আই এই তথ্য জানিয়েছে। যুক্তরাজ্যের তিনটি বেনামী গোয়েন্দা সূত্র এবং রাশিয়ার একজন সাবেক তথ্যদাতার বরাত দিয়ে এই খবর প্রকাশ করেছে পত্রিকাটি। গত বছরের জুলাইয়ে যুক্তরাজ্যের গোয়েন্দা সংস্থা এমআই-৬ এর প্রধান রিচার্ড মুর ইউক্রেনের যুদ্ধে আতঙ্কিত রাশিয়ানদের যুক্তরাজ্যের হয়ে গুপ্তচরবৃত্তির আহ্বান জানিয়েছিলেন। তার এই আহ্বানের ৭ মাস পরে এই প্রতিবেদনটি প্রকাশ করে ব্রিটিশ সংবাদপত্র আই। এর আগে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ এর ডিরেক্টর অব অপারেশনস ডেভিড মার্লো ২০২২ সালের নভেম্বরে ইউক্রেন যুদ্ধে পুতিনের ওপর ক্ষুব্ধ রুশ কর্মকর্তাদের প্রতিও একই আহ্বান জানিয়েছিলেন। যদিও স্নায়ুযুদ্ধের সময় থেকেই রুশ কর্মকর্তাদের জন্য ব্রিটিশ নাগরিকত্বের প্রণোদনা চালু ছিল। আই এর খবরে বলা হয়েছে, যুক্তরাজ্যের সরকারী সূত্রগুলো এখন স্বীকার করেছে যে ইউক্রেন যুদ্ধের মধ্যে এটির বর্তমান ব্যবহার আর গোপনীয় নয়। এক্ষেত্রে সম্ভাব্য তথ্যদাতাদের একটি কঠোর যাচাই প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়। তবে বিষয়টি যুক্তরাজ্যের জাতীয় নিরাপত্তার জন্য সংবেদনশীল হওয়ায় আই এর প্রতিবেদনে বিস্তারিত কিছু উল্লেখ করা হয়নি। |
