|
ইউক্রেনের স্বপ্ন ধ্বংস করতে পারবে না রাশিয়া : জেলেনস্কি
সাইদুল ইসলাম ইমু
|
|
নিউজ ডেস্ক: ইউক্রেনে রাশিয়ার সামরিক আগ্রাসন তিন বছরে পড়েছে শনিবার। যুদ্ধের দুই বছর পূর্তিতে দেশবাসীকে লড়াই চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে আকুল বার্তা দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। দৃঢ়তার সঙ্গে জেলেনস্কি বলেছেন, রাশিয়া কখনোই ইউক্রেনের স্বপ্নকে ধূলিস্যাত করতে পারবে না। খবর বিবিসির। যুদ্ধের ময়দান থেকে শনিবার প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, কিয়েভের জন্য একটি কঠিন সময় চলছে। তবে রাশিয়া ইউক্রেনের স্বপ্ন ধ্বংস করতে পারবে না। আমরা কেউই আমাদের ইউক্রেনকে শেষ হতে দেব না। যুদ্ধের দুই বছর পেরিয়ে এসে দেশবাসীর প্রতি করুণ আর্তি জানিয়ে জেলেনস্কি বলেন, দেশের স্বাধীনতা রক্ষায় সবাই লড়াই অব্যাহত রাখুন। নিশ্চয়ই আমরা জিতবো। স্বাধীন শব্দের সঙ্গেই ইউক্রেন থাকবে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক হামলা শুরু করে রুশ সেনাবাহিনী। যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাদের অস্ত্র ও আর্থিক সহায়তায় এতদিন রুশ বাহিনীকে প্রতিরোধ করে আসছিল ইউক্রেনীয় বাহিনী। গত বছরের শেষদিকে এসে যুক্তরাষ্ট্র সহায়তা স্থগিত করে দেয়। এতে যুদ্ধের ময়দানে কিছুটা বিপাকে পড়ে ইউক্রেন। এমন কি, চলতি মাসের শুরুর দিকে গোলাবারুদের অভাবে পূর্বাঞ্চলীয় কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শহর আভদিভকা রুশ বাহিনীর হাতে ছেড়ে দিয়ে পিছু হটে ইউক্রেনীয় সেনারা। এর আগে গত বছরের মে মাসে বাখমুতের পতন ঘটে। সর্বশেষ আভদিভকা থেকে ইউক্রেনীয় বাহিনী প্রত্যাহারের পর কিয়েভ সরকার দেশবাসীকে যুদ্ধের ময়দানে ডাকলেও তাতে কেউ সাড়া দিচ্ছে না। যুদ্ধের দুই বছর পেরিয়ে এমন পরিস্থিতিতে দেশবাসীর প্রতি আকুল আবেদন জানালেন প্রেসিডেন্ট জেলেনস্কি। তিনি জানান, বিগত এক বছর ধরে ইউক্রেন রুশ-নিয়ন্ত্রিত অঞ্চলে ব্যর্থ পাল্টা আক্রমণ চালিয়ে যাচ্ছে। আর তাই পশ্চিমা মিত্রদের কাছ থেকে যুদ্ধের জন্য আর্থিক ও সামরিক সহায়তা নিশ্চিত করারও আবেদন জানান প্রেসিডেন্ট জেলেনস্কি। |
