|
সৌদি আরবের বড় গ্যাসক্ষেত্র আবিষ্কার!
মোঃ সাইদুল ইসলাম ইমু
|
|
নিউজ ডেস্ক: সৌদি আরবের পূর্বাঞ্চলে জুফুরাহ ফিল্ডে বিশাল গ্যাসক্ষেত্র আবিষ্কারের ঘোষণা দিয়েছে দেশটির রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকো। রোববার এক ঘোষণায় জানানো হয়, এই নতুন গ্যাসক্ষেত্রে ১৫ ট্রিলিয়ন স্ট্যান্ডার্ড কিউবিক ফুট প্রাকৃতিক গ্যাস এবং দুই বিলিয়ন ব্যারেল কনডেনসেট রয়েছে। দেশটির জ্বালানিমন্ত্রী প্রিন্স আবদুল আজিজ বিন সালমান জানান, এই গ্যাসক্ষেত্রে ১৫ ট্রিলিয়ন স্ট্যান্ডার্ড কিউবিক ফুট প্রাকৃতিক গ্যাস এবং ২ বিলিয়ন ব্যারেল কনডেনসেট রয়েছে। সর্বোচ্চ মানের আন্তর্জাতিক পদ্ধতি ব্যবহার করে এই হিসাব করা হয়েছে। এই নতুন আবিষ্কারের ফলে জুফুরাহ ফিল্ডে এখন গ্যাসের মজুত ২২৯ ট্রিলিয়ন কিউবিক ফুটে পৌঁছেছে এবং একইসঙ্গে ৭৫ বিলিয়ন ব্যারেল কনডেনসেট নিশ্চিত হয়েছে। জুফুরাহ আনকনভেনশনাল গ্যাসক্ষেত্রটি সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশ ঘাওয়ার তেলক্ষেত্রের দক্ষিণ-পশ্চিমে অবস্থিত। এটি ১৭ হাজার বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত। জুফুরাহ গ্যাসক্ষেত্র থেকে ২০২৫ সাল নাগাদ দিনে ২০ কোটি স্ট্যান্ডার্ড কিউবিক ফুট গ্যাস উত্তোলন করা হবে। ২০৩০ সালে তা বৃদ্ধি পেয়ে ২০০ কোটি স্ট্যান্ডার্ড কিউবিক ফুটে গিয়ে দাঁড়াবে। একইসঙ্গে সেখান থেকে দিনে ৪২ কোটি মিলিয়ন স্ট্যান্ডার্ড কিউবিক ফুট ইথেন এবং প্রায় ছয় লাখ ৩০ হাজার ব্যারেল তরল গ্যাস ও কনডেনসেট পাওয়া যাবে। |
