|
হামাসের সঙ্গে নতুন যুদ্ধবিরতি আলোচনার অনুমোদন :ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু
সাইদুল ইসলাম ইমু
|
|
নিউজ ডেস্ক: ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ২৯ মার্চ, শুক্রবার হামাসের সঙ্গে নতুন করে যুদ্ধবিরতি আলোচনা শুরু করার অনুমোদন দিয়েছেন। আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) ইসরায়েলকে গাজা উপত্যকায় দুর্ভিক্ষের সম্মুখীন ফিলিস্তিনিদের জরুরি মানবিক সহায়তা প্রদানের নির্দেশ দেওয়ার একদিন পর এই অনুমোদন দিলেন তিনি। শুক্রবার নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে, গাজা যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তির বিষয়ে নতুন আলোচনা দোহা এবং কায়রোতে হবে। আলোচনায় এগিয়ে যাওয়ার জন্য নতুন নির্দেশিকাও দেওয়া হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র, মিশর এবং কাতার গাজা যুদ্ধবিরতি আলোচনায় মধ্যস্থতা করছে। মুসলমানদের জন্য পবিত্র রমজান মাসে যুদ্ধবিরতি নিশ্চিত করার জন্য চাপ দিয়েছিল দেশগুলো। কিন্তু এই চাপ সত্ত্বেও সাম্প্রতিক দিনগুলোতে আলোচনায় অচলাবস্থা দেখা দিয়েছে। নেতানিয়াহুর এই অনুমোদনটি হামাসের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছানোর আরেকটি প্রচেষ্টা হিসেবে চিহ্নিত করে হচ্ছে। এর ফলে ইসরায়েলি জিম্মিদের মুক্তির বিনিময়ে গাজায় ইসরায়েলের সামরিক অভিযান বন্ধ হবে। প্রায় ৬ মাস ধরে হামাসের হাতে আটক জিম্মিদের সকলকে মুক্ত করতে ব্যর্থ হওয়ার কারণে অভ্যন্তরীণ চাপের মধ্যে রয়েছেন নেতানিয়াহু। ইসরায়েলি প্রধানমন্ত্রী জানিয়েছেন, তিনি ইসরায়েলের প্রধান আলোচকদের সঙ্গে কথা বলেছেন। কাতার ও মিশরে যুদ্ধবিরতি আলোচনায় যোগ দেওয়ার জন্য ইসরায়েলি প্রতিনিধিদের অনুমোদনও দিয়েছেন। এদিকে ২৫ মার্চ অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে একটি বাধ্যতামূলক প্রস্তাব পাস হওয়া সত্ত্বেও শুক্রবার গাজায় হাসপাতালের আশেপাশের এলাকায় যুদ্ধ অব্যাহত রেখেছে ইসরায়েল। উল্লেখ্য, গত বছরের ৭ অক্টোবর হামাসের আন্তঃসীমান্ত হামলার পর গাজা উপত্যকায় সামরিক অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী। প্রায় ৬ মাস ধরে চলা এই যুদ্ধে ৩২ হাজার ৭০৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। নিহতদের বেশিরভাগই নারী এবং শিশু ছিল। |
