|
দক্ষিণ লেবাননে বিস্ফোরণে জাতিসংঘের ৪ সামরিক পর্যবেক্ষক আহত
সাইদুল ইসলাম ইমু
|
|
নিউজ ডেস্ক: দক্ষিণ লেবাননে টহল দেওয়ার সময় জাতিসংঘের ৪ জন সামরিক পর্যবেক্ষক আহত হয়েছেন। ৩০ মার্চ, শনিবার জাতিসংঘের শান্তিরক্ষা মিশন এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। গত অক্টোবরে গাজায় ইসরায়েলের সামরিক হামলা শুরু হওয়ার পর থেকে দক্ষিণ লেবাননে হিজবুল্লাহ এবং ইসরায়েলি বাহিনীর মধ্যে নিয়মিত আন্তঃসীমান্ত গুলি বিনিময় চলছে। জাতিসংঘের শান্তিরক্ষা মিশন জানিয়েছে, ইসরায়েল-লেবানিজ সীমান্তের কাছে রেমিশ নামের একটি গ্রামে এই বিস্ফোরণ ঘটে। সংস্থাটি এখনও বিস্ফোরণের উৎস সম্পর্কে জানার জন্য তদন্ত করছে। লেবাননে নিয়োজিত জাতিসংঘের অন্তর্বর্তী বাহিনীর (ইউএনআইএফআইএল) বিবৃতিতে বলা হয়েছে, ‘শান্তিরক্ষীদের লক্ষ্যবস্তু করা অগ্রহণযোগ্য। জাতিসংঘের কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।’ প্রসঙ্গত, ইউএনআইএফআইএল জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী যারা ইসরায়েল-লেবানন সীমান্ত পর্যবেক্ষণে সহায়তা করে থাকে। ইউএনআইএফআইএল বলেছে, ‘আন্তর্জাতিক মানবিক আইনের অধীনে শান্তিরক্ষী, সাংবাদিক, চিকিৎসা কর্মী এবং বেসামরিক নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করার জন্য সংঘর্ষে লিপ্ত সকল পক্ষের দায়িত্ব রয়েছে। আমরা সকল পক্ষের কাছে আমাদের আহ্বানের পুনরাবৃত্তি করছি যাতে আরও বেশি লোককে অপ্রয়োজনীয়ভাবে আহত করার আগে গুলি বিনিময় বন্ধ করা হয়।’ এদিকে লেবাননের সরকারী ন্যাশনাল নিউজ এজেন্সি জানিয়েছে, বিস্ফোরণের জন্য ইসরায়েল দায়ী। অবশ্য জাতিসংঘের যুদ্ধবিরতি তদারকি সংস্থা (ইউএনটিএসও) এখনও গোলাগুলির উৎস সনাক্ত করতে পারেনি। তবে দুটি নিরাপত্তা সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে, পর্যবেক্ষকরা ইসরায়েলি হামলায় আহত হয়েছেন। ইসরায়েলি সামরিক বাহিনী এই এলাকাটিকে লক্ষ্যবস্তু করার কথা অস্বীকার করেছে। উল্লেখ্য, গাজা উপত্যকায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলি সামরিক বাহিনী এবং ইরানপন্থী হিজবুল্লাহ সীমান্ত জুড়ে প্রতিদিনই গুলি বিনিময় করছে। গত বছরের ৭ অক্টোবর থেকে ইসরায়েল লেবাননে অন্তত ৩৪৭ জনকে হত্যা করেছে। এদের বেশিরভাগই হিজবুল্লাহ যোদ্ধা, তবে রয়টার্সের একজন সাংবাদিকসহ কমপক্ষে ৬৮ জন বেসামরিক নাগরিকও নিহত হয়েছে। এই হামলার কারণে দক্ষিণ লেবাননে কয়েক হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে। |
