|
কাশিয়ানীতে মায়ের সাথে অভিমান করে ৯ ম শ্রেণির শিক্ষার্থী আত্নহত্যা
মোঃ আশরাফুজ্জামান
|
|
মোঃ আশরাফুজ্জামান, গোপালগঞ্জঃ গোপালগঞ্জের কাশিয়ানীতে মায়ের সাথে অভিমান করে অর্পিতা বসু নামের নবম শ্রেণীর শিক্ষার্থীর কীটনাশক পানে মৃত্যু হয়েছে।
আহ (১০আগষ্ট) রবিবার সকাল ৯ টার সময় কাশিয়ানী উপজেলার এ ঘটনা ঘটে। সে চরভাট উত্তর পাড়া গণেশ পদ বসুর মেয়ে। নিহত অর্পিতা বসু চরবাটপাড়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণী শিক্ষার্থী ছিল।
প্রতিবেশী ও সহপাঠীরা জানান গতকাল সন্ধ্যায় ছোট ভাইয়ের সাথে মোবাইলে ছবি দেখা নিয়ে কথা কাটাকাটি হয়। এতে তার মা অর্পনা বসু রাগারাগি করে। এতে সে ক্ষুব্ধ হয়ে রাতের খাবার ও খায়নি।সকালে উঠেই স্কুলে চলে যায় বলে জানান।
অর্পিতার মা অর্পনা বেগম জানান গতকাল রাতে অর্পিতা তার ছোট ভাইয়ের সাথে মোবাইলে ছবি দেখা নিয়ে কথা কাটাকাটি করে এতে আমি তাকে দুচার কথা শুনাই। মেয়েদের আমার সাথে অভিমান করে বিষ পান করবে আমি কল্পনাও করি নাই। এখন আমি বুঝতে পারছি আমার মেয়েটা কতটা অভিমানী ছিল।
চর ভাটপাড়া উচ্চ বিদ্যালয় এর সহকারী শিক্ষক আসাদুজ্জামান জানান আজ সকাল সাড়ে আটটার সময় আমি স্কুলে প্রবেশ করি। নটার দিকে নবম শ্রেণীর শিক্ষার্থী সুরাইয়া ও আসিয়া এসে আমাকে জানায় যে ক্লাসের অর্পিতা বসু হঠাৎ অসুস্থ হয়ে পড়ছেন। আপনি দ্রুত ক্লাস রুমে আসেন। আমি জিজ্ঞাসা করলে তারা জানায় আমাদের ক্লাসের অর্পিতা বসু কেমন যেন করছে,আর মুখ দিয়ে ভোগলা উঠছে ও মুখ থেকে দুর্গন্ধ আসছে। এতে মনে হয় সে বিষপান করছে। তাই তাকে দ্রুত নেওয়া উচিত। পরে আমি ও সুরাইয়া সহযোগিতায় প্রথমে কাশিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিই এবং অর্পিতার বাবা মাকে মোবাইলে জানাই। পরে ডাক্তারের পরামর্শ অর্পিতার বাবা-মায়ের সহযোগিতায় উন্নত চিকিৎসার জন্য গোপালগঞ্জ জেলা হাসপাতালে প্রেরনের ব্যবস্থা করি।মোবাইলে খোজ নিলে জানতে পারি
সে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করেছে।
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন জানান ঘটনার খবর পেয়ে আমি আমার ফোর্স পাঠিয়ে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করি। এ ঘটনায় অপমৃত্য মামলা ঋজু হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
|
