|
দেশের সবচেয়ে লাভজনক পেশা এখন রাজনীতি
এস এম আওলাদ হোসেন
|
|
এস এম আওলাদ হোসেন, সাংবাদিক ও কলামিস্ট।।
বিশেষজ্ঞদের মতে, দেশে রাজনীতি এখন অনেকের কাছে “সবচেয়ে লাভজনক পেশা” হিসেবে পরিচিত। কারণ, ক্ষমতার সঙ্গে থাকলে অর্থ, প্রভাব, ও সুযোগ—সবকিছুই সহজলভ্য হয়ে যায়। ফলে যোগ্যতা, মেধা বা সততার চেয়ে ‘তৈলবাজি’ ও চাটুকারিতাই এখন সাফল্যের মূল চাবিকাঠি হয়ে উঠেছে। রাজনীতিতে নতুন করে যুক্ত হওয়া অনেকেই জানান, ব্যবসা বা চাকরির চেয়ে রাজনীতিতে দ্রুত অবস্থান তৈরি করা যায়। কিছু ‘বিশেষ সম্পর্ক’ গড়ে তুলতে পারলেই পাওয়া যায় নানা সুবিধা—চুক্তি, পদ, বা আর্থিক সুযোগ। এ কারণেই এখন দেখা যাচ্ছে, সমাজের অনেক উচ্চশিক্ষিত তরুণও আদর্শ নয়, বরং সুবিধার রাজনীতি বেছে নিচ্ছেন। এক সময়ের ত্যাগী, নীতিবান ও জনবান্ধব রাজনীতিকদের সংখ্যা এখন উল্লেখযোগ্যভাবে কমে গেছে। পরিবর্তে তৈরি হয়েছে এক শ্রেণির নেতা, যারা নিজেদের স্বার্থসিদ্ধির জন্য রাজনৈতিক আদর্শ ও নৈতিকতা বিক্রি করে দিচ্ছেন। সাধারণ মানুষ তাই এখন প্রশ্ন তুলছেন—জনগণের জন্য রাজনীতি, নাকি রাজনীতির মাধ্যমে জনগণকে ব্যবহারের যুগ চলছে? রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, “রাজনীতিতে সততা ও আদর্শের জায়গা পুনরুদ্ধার করতে হলে তরুণদের সঠিক শিক্ষা ও রাজনৈতিক চেতনা বিকাশ জরুরি। না হলে রাজনীতি ক্রমেই ব্যবসায়িক পেশায় পরিণত হবে, যা গণতন্ত্রের জন্য বড় ধরনের হুমকি। |
