|
মুকসুদপুরে ভূমি দখল ও হয়রানির অভিযোগ, সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ
নিজস্ব প্রতিবেদক
|
|
নিজস্ব প্রতিবেদক গোপালগঞ্জঃ গোপা
স্থানীয় কয়েকজনের অভিযোগ, খিপু দীর্ঘদিন ধরে এলাকায় প্রভাব খাটিয়ে সাধারণ মানুষকে নানা উপায়ে হয়রানি করে আসছেন। এমনকি পারিবারিক সম্পত্তি নিয়েও বিরোধের অভিযোগ রয়েছে। স্থানীয়দের দাবি, অতীতে তিনি বিভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন রাজনৈতিক দলের ঘনিষ্ঠ ছিলেন এবং বিভিন্ন সরকারের আমলে নানা সুবিধা ভোগ করেছেন।
ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত পোস্টগুলোতে বলা হয়েছে, তিনি এর আগে বিভিন্ন দলের রাজনীতিতে সক্রিয় ছিলেন এবং অতীতে ক্ষমতাসীনদের ঘনিষ্ঠ সম্পর্কের সুযোগে সম্পদ অর্জন করেছেন। সাম্প্রতিক সময়ে আবারও রাজনৈতিক অঙ্গনে সক্রিয় হওয়ার চেষ্টার অভিযোগও এসেছে।
স্থানীয় এক প্রবীণ ব্যক্তি (নাম প্রকাশে অনিচ্ছুক) বলেন, “কমলাপুরের মানুষ শান্তিতে থাকতে চায়। যারা অতীতে অন্যায় করেছে, তাদের বিচার হওয়া দরকার।”
এ বিষয়ে অভিযুক্ত ব্যক্তির বক্তব্য পাওয়া যায়নি। তাঁর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
স্থানীয় রাজনৈতিক নেতারা বলছেন, অভিযোগগুলো তদন্ত করে দেখার প্রয়োজন রয়েছে। তারা মনে করেন, রাজনৈতিক পরিচয় ব্যবহার করে কেউ যেন অন্যায়ভাবে সুবিধা না নিতে পারে, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজর দেওয়া উচিত।
|
