|
কাশিয়ানীতে মহেশপুর ইউনিয়ন বিএনপির গণমিছিল
মোঃ আশরাফুজ্জামান
|
|
মোঃ আশরাফুজ্জামান, (গোপালগঞ্জ) প্রতিনিধিঃ গোপালগঞ্জের কাশিয়ানীতে মহেশপুর ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে গণ মিছিল অনুষ্ঠিত হয়েছে। নেতাকর্মীর হাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা দাবি সংবলিত লিফলেট, মুখে সংস্কারের স্লোগানের মধ্য দিয়ে মহেশপুর ইউনিয়ন বিএনপি লিফলেট বিতরণ ও গণ মিছিল আজ (১৭ অক্টোবর) শুক্রবার বিকাল ৪ টার সময় অনুষ্ঠিত হয়। মহেশপুর ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠন
৩১ দফা দাবি সংবলিত লিফলেট বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে। মহেশপুর ইউনিয়ন বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে গণ মিছিল শুরু হয়ে জয়নগর বাজারের
প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সমসপুর হয়ে শিবগাতি বাসস্ট্যান্ড থেকে মাঝিগাতি বাসস্ট্যান্ডে এসে শেষ হয়।
কাশিয়ানী উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা মোল্লার নেতৃত্বে এবং
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান নির্দেশনায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা দাবি সাধারণ মানুষের দৌড় গোড়ায় পৌঁছে দিতে মহেশপুর ইউনিয়ন বিএনপি এ কর্মসূচি সফল ভাবে বাস্তবায়ন করে।
এ সময় আর ও উপস্থিত ছিলেন কাশিয়ানী উপজেলা বিএনপির সহসভাপতি নুরে আলম তোতা, কাশিয়ানী উপজেলা ছাত্র দলের সভাপতি আমিরুল ইসলাম সোহেল, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মিলন খান,মহেশপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সাহাদাৎ চৌধুরী, সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের সভাপতি হায়দার মীর, সাধারণ সম্পাদক,রুবেল হাসান যুবরাজ,
মহেশপুর ইউনিয়ন ছাত্র দলের সভাপতি রোমান খন্দকার, সাধারণ সম্পাদক লিয়ন,সহ মহেশপুর ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
|
