|
কাশিয়ানীতে মন্দিরের চলাচলের রাস্তা দখল, ভক্তদের ভোগান্তি
মোঃ আশরাফুজ্জামান
|
|
মোঃ আশরাফুজ্জামান,
(গোপালগঞ্জ) প্রতিনিধিঃগোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার হাতিয়াড়া ইউনিয়নে রাহুথড় মধ্য পাড়া সর্বজনীন কালীমন্দিরের প্রধান প্রবেশপথ দখল ও খালের পাড় কেটে ব্যাক্তিগত জায়গা বলে দাবির অভিযোগ উঠেছে কপিল চন্দ্র মন্ডল ও ছেলেদের বিরুদ্ধে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মন্দিরে যাতায়াতের রাস্তাটি রাহুথড় মধ্যপাড়া গ্রামের মৃত. পলিন চন্দ্র মন্ডলের ছেলে কপিল চন্দ্র মন্ডল নিজস্ব সম্পত্তি দাবি জানিয়ে জোরপূর্বক দখল করে রেখেছেন। এমনকি দীর্ঘদিনের চলাচলের রাস্তা ও খালের পাড় রাতের আঁধারে কেটে নিয়েছে। এর ফলে মন্দিরে ভক্তদের নিয়মিত যাতায়াত ও পূজা- আর্চনায় চরম ভোগান্তি হচ্ছে।
সরোজমিন গেলে মন্দির পূজা কমিটির সদস্য হাতিয়াড়া ইউনিয়ন পরিষদের সদস্য নরত্তম সিকদার বলেন, দীর্ঘদিন সর্বজনীন কালীমন্দিরের চলাচলের রাস্তাটি ভক্তবৃন্দ ব্যবহার করে আসছে। কিন্তু কিছু দিন ধরে কপিল চন্দ্র মন্ডল মন্দিরে রাস্তা নিজের সম্পত্তি বলে দাবি করে আসছে। মন্দিরে প্রবেশর রাস্তাটি পানি উন্নয়ন বোর্ডের খালের পাড় দিয়ে নেওয়া। গত ২১’অক্টোবর রাতে আঁধারে কপিল চন্দ্র মন্ডল ও তার ছেলেরা মিলে যাতায়াতের পথ ও খালের পাড়টি কেটে ফেলে।
সর্বজনীন কালীমন্দিরের পূজারী মঙ্গলি বিশ্বাস বলেন, আমরাদের মন্দিরের প্রবেশের রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় পূজা-অর্চনায় মারাত্মক সমস্যা হচ্ছে। আমরা প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি, যেন দ্রুত এই সমস্যার সমাধান এবং আমাদের যাতায়াতের পথ পূর্ণ-সংস্কার করে দেয়া হয়।
এ বিষয়ে উপজেলা প্রশাসনের কাছে কোনো অভিযোগ দেয়া হয়েছে কীনা জানতে চাইলে পূজা কমিটির সদস্য করুণ ভক্ত বলেন, স্থানীয় পূজা কমিটি ও মেম্বারদের কে জানানো হয়েছে। পরবর্তীতে প্রয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)’কে লিখিত অভিযোগ দেওয়া হবে।
|
