|
তাইওয়ানকে চীনের হুঁশিয়ারি।
ইসরাত জাহান কনিকাঃ- অনলাইন ডেস্ক।
|
|
সময় নিউজ বিডিঃ সার্বভৌমত্ব ইস্যুতে প্রতিনিয়ত তাইওয়ানের সঙ্গে বিরোধ বাড়ছে চীনের। সম্প্রতি তাইওয়ান সীমান্তে চীনের সামরিক মহড়ার পর থেকেই উত্তেজনা বেড়েছে এ অঞ্চলে। গত সপ্তাহে নিজেদের আকাশসীমায় চীনের যুদ্ধবিমানের অনুপ্রবেশের পর এ নিয়ে আপত্তি জানায় তাইওয়ান। এ ঘটনার জেরে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন আন্তর্জাতিক মহল চীনকে অগ্রাসন বন্ধের আহ্বান জানায়। চীনের দাবি, তাইওয়ানের নবনির্বাচিত সরকার এ অঞ্চলকে চীন থেকে আলাদা করার পাঁয়তারা করছে। যদিও ক্ষমতাসীন দল তাদের এ অভিযোগ অস্বীকার করে আসছে শুরু থেকেই। এমন পরিস্থিতিতে তাওয়ানকে চীনের অবিচ্ছেদ্য অংশ দাবি করে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র উ চীন বলেন, “যারা তাইওয়ানের স্বাধীনতা চান, তারা আগুন নিয়ে খেলছেন। আগুন নিয়ে খেললে পুড়ে যাবেন। তাইওয়ানের স্বাধীনতা মানেই চীনের সঙ্গে যুদ্ধ।” চীনের এই বক্তব্যকে অপ্রত্যাশিত ও উসকানিমূলক মনে করছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, “বিরোধ নিষ্পত্তির জন্যে যুদ্ধের হুমকি দেওয়ার কোনো মানে নেই।” যদিও তাইওয়ান সীমান্তে সামরিক মহড়াকে স্বাভাবিক ঘটনা হিসেবেই দেখছে বেইজিং। এ ব্যাপারে উ চীন বলেন, “দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তার জন্য এ ধরনের কার্যক্রম পরিচালনা করা অত্যাবশ্যকীয়।” ১৯৪৫ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের পরাজয়ের পরই তাওইয়ানের দখল নেয় চীন। স্বশাসিত এই অঞ্চলটি আলাদা গণতান্ত্রিক সরকারব্যবস্থা পরিচালনা করলেও চীন এটিকে নিজেদের অংশ হিসেবেই শাসন করে আসছে। |
