|
নাটোর আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপিপন্থীদের নিরঙ্কুশ বিজয়
শারমিন আক্তার
|
|
সময় নিউজ বিডিঃ নাটোর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৮টি পদে জয়লাভ করেছে। অপরদিকে আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ সিনিয়র সহ-সভাপতিসহ ৩টি পদে বিজয়ী হয়েছে। বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) ভোট গ্রহণের পর রাতে এই ফলাফল ঘোষণা করা হয়। অপরদিকে আওয়ামী লীগ সমর্থিত প্যানেল থেকে সিনিয়র সহ-সভাপতি পদে এস এম নাজমুল ইসলাম (১৪৩), পাঠাগার সম্পাদক আক্তার হোসেন (১৩৯) এবং আপ্যায়ন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে হাফিজুর রহমান (১৩৭) বিজয়ী হয়েছেন। নাটোর জেলা আইনজীবী সমিতির প্রধান নির্বাচন কমিশনার আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। |
