|
ভোলার লালমোহনে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্যাকেটকরণের কারণে ৫২০০ টাকা অর্থদন্ড দেন ভ্রাম্যমান আদালত
সাহিদুর রহমান,লালমোহন(ভোলা) প্রতিনিধিঃ-
|
|
সময় নিউজ বিডিঃ আজ (২৯ এপ্রিল) অস্বাস্থ্যকর পরিবেশে কেজুর প্যাকেটজাতকরণ ও অপরিচ্ছন্ন কারখানায় সেমাই বানানো অন্য কম্পানির প্যাকেট ব্যবহার করায়, স্বাস্থবিধি না মানায় ৫ টি মামলায় ৫ জনকে অর্থদণ্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার লালমোহন অভিযান পরিচালনা করে এসব জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাহিদুল ইসলাম এর পরিচালনাধীন ভ্রাম্যমান আদালত। সেই সাথে প্যাকেটগুলো পুরিয়ে দেয়া হয় এবং জব্দকৃত সেমাই গুলো দুটি এতিমখানায় বিতরণ করা হয়। সহকারী কমিশনার(ভূমি) জাহিদুল ইসলাম জানান, অস্বাস্থ্যকর পরিবেশে খেজুর প্যাকেটজাতকরণ, অপরিচ্ছন্ন কারখানায় সেমাই বানানো ও অন্য কোম্পানির প্যাকেট ব্যবহার করায় এবং স্বাস্থ্য বিধি না মানায় ৫টি মামলায় ৫জনকে ৫২০০টাকা অর্থদণ্ড করা হয়। আইন অমান্যকারীদের বিরুদ্ধে এ অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি। |
