|
‘চকলেট বোমা’ খেয়ে আত্মহত্যার চেষ্টা!
এটা কিরকম পাগলামি?
|
|
সময় নিউজ বিডিঃ প্রেমে ব্যর্থ হয়ে আত্মহত্যার চেষ্টার খবর প্রায়ই শোনা যায়। এমনকি আত্মহত্যাও করেন অনেকে। তবে এবার এক অদ্ভুত পদ্ধতিতে আত্মহত্যা চেষ্টার খবর পাওয়া গেল এক প্রেমিকের। ভারতের মুম্বাইয়ে সচিন চৌহান যা করেছেন তা অভিনব। প্রেমিকার সঙ্গে অশান্তির জেরে চকলেট বোমা খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন তিনি। খবর মিড ডে ডটকম’র। তারা বিবাহিত না হওয়ার ফলে ছিল না কোনো সামাজিক স্বীকৃতি। আর এ নিয়েই ওই নারীর মা সচীনকে তাদের বাড়িতে যেতে নিষেধ করেন। এ নিয়ে রবিবার (২২ নভেম্বর) তাদের মাঝে ঝগড়া হলে প্রেমিকাকে ছুরিকাঘাত করে আহত করে সে। তারপর নিজের মুখে বোমাপুরে আত্মহত্যার চেষ্টা করেন। স্থানীয় পুলিশ খবর পেয়ে দুজনকেই স্থানীয় কুপার হাসপাতালে ভর্তি করেন। দুজনের অবস্থাই আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। |
