|
চাঞ্চল্যকর আল-আমিন হত্যা মামলার অন্যতম প্রধান ০৩(তিন) পলাতক আসামী র্যাবের হাতে গ্রেপ্তার।
ছগির খান পটুয়াখালী প্রতিনিধি।
|
|
নিউজ ডেস্কঃ নারায়নগঞ্জ জেলার রুপগঞ্জ থানা এলাকা হতে পটুয়াখালী জেলার বাউফল থানার চাঞ্চল্যকর আল-আমিন হত্যা মামলার অন্যতম প্রধান ০৩(তিন) জন পলাতক আসামী র্যাব-৮, সিপিসি-০১, (পটুয়াখালী) এবং র্যাব-১১, সিপিএসসি (নারায়নগঞ্জ) এর যৌথ অভিযানে গ্রেফতার করেন। র্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্প এবং র্যাব-১১, সিপিএসসি, নারায়নগঞ্জ এর একটি যৌথ আভিযানিক দল অদ্য ২২/০৯/২০২৩ইং তারিখ নারায়নগঞ্জ জেলার রুপগঞ্জ থানা এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনাকালে আনুমানিক ২.৪৫ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে নারায়নগঞ্জ জেলার রুপগঞ্জ থানাধীন ৭৮নং মৈকুলী সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন জনৈক হানিফের ভাড়া বাসায় ০৩(তিন) জন হত্যা মামলায় এজাহারভুক্ত পলাতক আসামী অবস্থান করছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে র্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্প এবং র্যাব-১১, সিপিএসসি, নারায়নগঞ্জ এর একটি যৌথ আভিযানিক দল আনুমানিক ০৩ঃ০০ ঘটিকায় উক্ত স্থানে উপস্থিত হয়ে ঘেরাও পূর্বক ০৩ জন ব্যাক্তিকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীদের জিজ্ঞাসাবাদে তাদের নাম ১। মোঃ শহিদুল মৃধা(৩২), পিতা- মৃত বশার মৃধা ওরফে বাসাই, ২। জাহিদুল মৃধা(২৭), পিতা- মৃত বশার মৃধা ওরফে বাসাই, ৩। মোঃ জহিরুল মৃধা(৩০), পিতা- মোঃ শাহজাহান মৃধা, সর্বসাং- দক্ষিণ মাধবপুর, ৪ নং ওয়ার্ড, থানা- বাউফল, জেলা- পটুয়াখালী’ বলে জানায়। গ্রেফতারকৃত আসামীরা স্বীকার করে যে ,তারা পটুয়াখালী জেলার বাউফল থানার মামলা নং-০৩, তারিখ-০৩/০৯/২৩,ধারা-১৪৩/৩৪১/৩২৩/৩২৬/৩০২/৩৪/৫০৬ পেনাল কোড এর অন্যতম পলাতক আসামী। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের পটুয়াখালী জেলার বাউফল থানায় হস্তান্তর করা হয়েছে। |
