|
মানহানির মামলায় জেতা ৩ লাখ ২০ হাজার ডলার ফিলিস্তিনকে দান করলেন জাকির নায়েক
মোঃ ফয়জুল আলম সুজন
|
|
নিউজ ডেস্কঃ বিশিষ্ট ইসলামী দাঈ ড. জাকির নায়েক মানহানির মামলায় প্রাপ্ত তিন লাখ বিশ হাজার ডলার বা সাড়ে তিন কোটি টাকা যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনিদের জন্য অনুদান হিসেবে দেওয়ার ঘোষণা দিয়েছেন। খবর আনাদোলু। মালয়েশিয়ার একটি আদালত বৃহস্পতিবার (২ নভেম্বর) জাকির নায়েকের মানহানির অভিযোগে পেনাংয়ের প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী পি রামাসামিকে অভিযুক্ত করেন। এই অপরাধে তাকে ১৫ লাখ ২০ হাজার মালয়েশিয়ান রিঙিত ক্ষতিপূরণ দেওয়ার রায় দেওয়া হয়। মার্কিম মুদ্রায় যা তিন লাখ ২০ হাজার ডলার। পরদিন শুক্রবার জাকির নায়েক সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে রায়ের জন্য মালয়েশিয়ার হাইকোর্টের বিচারক হায়াতুল আকমল আবদুল আজিজের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বলেন আমি এই মামলায় পাওয়া ক্ষতিপূরণের সব অর্থ ফিলিস্তিনিদের প্রতি দিতে চাই। দোয়া করি, আল্লাহ যেন আমার কাছ থেকে তাদের জন্য এই ক্ষুদ্র প্রচেষ্টাকে কবুল করেন। বিবৃতিতে লড়াইরত ফিলিস্তিনিদের প্রশংসা করে তিনি বলেন, ইসলামের তৃতীয় পবিত্র স্থান আল মসজিদ আল আকসাকে রক্ষা করার জন্য তারা সমগ্র মুসলিম উম্মাহর পক্ষ থেকে ফরজ কিফায়াহ আদায় করছে। আল্লাহ তাদের এই প্রতিরোধকে সফল করুন। অত্যাচারীদের বিরুদ্ধে তাদের শক্তিশালী করুন এবং বিজয় দান করুন। তাদের শহিদদের আল্লাহ জান্নাতের উচ্চ স্থান দান করুন। আমীন। উল্লেখ্য, ড. জাকির নায়েক তার বিরুদ্ধে চারটি মানহানিকর বক্তব্যের পরে রামাসামির বিরুদ্ধে ২০১৯ সালের অক্টোবর ও ডিসেম্বরে দুটি মামলা দায়ের করেছিলেন। বৃহস্পতিবার চূড়ান্ত রায়ের দিন অভিযুক্ত রামাসামি আদালতে উপস্থিত ছিলেন। তবে নাইজেরিয়া সফরে থাকার কারণে তিনি এ শুনানিতে সশরীরে উপস্থিত থাকতে পারেননি। অনলাইনে তিনি শুনানিতে অংশ নিয়েছিলেন। |
