|
জেলা গোয়েন্দা শাখা, ময়মনসিংহ অভিযানে প্রতারক চক্র আটক।
স্টাফ রিপোর্টার ময়মনসিংহ
|
|
নিউজ ডেস্কঃ পুলিশ কনস্টেবল পদে চাকুরীর প্রলোভন দেখিয়ে বিপুল অঙ্কের টাকা হাতিয়ে নেয়া প্রতারক চক্রের ০১ সদস্য ময়মনসিংহ ডিবি কর্তৃক গ্রেফতার।
গত ২০২২ সালে বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের পর শিক্ষিত যুবকদেরকে চাকুরির প্রলোভন দেখিয়ে প্রতারণামূলকভাবে নিজেকে ‘অতিরিক্ত জেলা ও দায়রা জজ সাবরিনা আলী’ পরিচয় দিয়ে অজ্ঞাতনামা প্রতারক চক্রের সদস্য ময়মনসিংহ জেলার বিভিন্ন এলাকা থেকে আগত পুলিশ কনস্টেবল পদে চাকুরী প্রত্যাশী প্রার্থীদের কাছ থেকে বিভিন্ন অঙ্কের সর্বমোট ৪৭,৯০,০০০/-(সাতচল্লিশ লক্ষ নব্বই হাজার) টাকা হাতিয়ে নেয়। পরবর্তীতে প্রতারণার বিষয়টি সামনে এলে এই সংক্রান্তে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানায় জনৈক প্রতারিত ভিকটিম অভিযোগ করলে থানায় মামলা (মামলা নং-৬১ তারিখ-১৬/০৬/২০২৩ ইং, ধারা-১৭০/৪০৬/৪২০ পেনাল কোড) রুজু হয়। এরপর সুষ্ঠু তদন্তের স্বার্থে মামলাটির তদন্তভার জেলা গোয়েন্দা শাখার উপর ন্যাস্ত হলে সম্মানিত পুলিশ সুপার, ময়মনসিংহের সার্বক্ষণিক দিকনির্দেশনায় ডিবি পুলিশ মামলাটির নিবিড় তদন্ত শুরু করে এবং প্রতারক ‘অতিরিক্ত জেলা ও দায়রা জজ সাবরিনা আলী পরিচয় দানকারী’ ব্যক্তিকে সনাক্ত করা হয়। গত ১০ ডিসেম্বর ২০২৩ তারিখ জেলা গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক (তদন্ত) জনাব মোঃ মোজাম্মেল হকের নেতৃত্বে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই(নিঃ) মৃত্যুঞ্জয় পন্ডিত মিঠুন ও এসআই(নিঃ) শেখ গোলাম মোস্তফা সঙ্গীয় অফিসার ফোর্সসহ বিভিন্ন স্থানে ধারাবাহিকভাবে অভিযান পরিচালনা করে অত:পর বিকাল ১৫.০০ ঘটিকায় মানিকগঞ্জ জেলার সদর থানাধনীন বাড়াইভিকরা বাজার হতে প্রতারক চক্রের মূল সদস্য ‘অতিরিক্ত জেলা ও দায়রা জজ সাবরিনা আলী’ নামক ভুয়া পরিচয় প্রদানকারী আসামী ১। মোঃ সাইফুল ইসলাম টুটুল (৩৩), পিতা-মৃতঃ রফিকুল ইসলাম, এই অভিযানের মাধ্যমে ২০২২ সালে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগের ক্ষেত্রে সংঘটিত প্রতারণামূলক কর্মকান্ডের রহস্য উদঘাটিত হল যা ভবিষ্যতে পুলিশের নিয়োগ প্রক্রিয়াকে স্বচ্ছ ও দূর্নীতিমুক্ত রাখতে সহায়ক হবে।প্রেস নোট অভিযান ২ ময়মনসিংহ ডিবির অভিযানে ০১ কেজি গাঁজা ও ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার=০২। এসআই(নিঃ) শেখ গোলাম মোস্তফা রুবেল সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলার ত্রিশাল থানাধীন ১০ নং মঠবাড়ী ইউনিয়নের ওলহরি বড় পুকুর সাকিনস্থ আজিজুল হক এর মুদির দোকানের সামনে হইতে ১০ ডিসেম্বর ২০২৩ খ্রিঃ তারিখ ২১.২০ ঘটিকায় ০১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী ১। মোঃ এনামুল হক (৪৫), পিতা মৃত-মিয়া বক্স, মাতা-আইতুন নেছা, সাং-ওলহরি (খাড়হরপাড়া), থানা-ত্রিশাল, জেলা-ময়মনসিংহ কে গ্রেফতার করা হয়। উক্ত কারবারির সাথে জড়িত এই চক্রের অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ০৪টি মাদক মামলা আছে। অভিযান-২ |
