|
বিসিবির সভাপতি হতে চান সাকিব
মো: ফয়জুল আলম
|
|
নিউজ ডেস্কঃ বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বিসিবির পরবর্তী সভাপতি কে হবেন, বিষয়টা নিয়ে গত কিছুদিন ধরে অনেক আলোচনা হচ্ছে। ভক্তরা চাইছেন মাশরাফি বিন মর্তুজা কিংবা সাকিব আল হাসানের মধ্যে যে কেউ একজন বিসিবি প্রধানের চেয়ারে বসুক। অবশ্য চাইলেই তা সম্ভব হচ্ছে না। বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা, আইসিসির নিয়ম অনুযায়ী, নির্বাচিত হয়ে বোর্ডের সভাপতি হতে হবে। নির্বাচন ছাড়া এই পদে কাউকে মনোনীত করার কোনো সুযোগ নেই। এখানে আছে আরও একটা নিয়ম। সভাপতি পদে যিনি প্রার্থীতা করবেন তাকে বোর্ডের পরিচালক হতে হবে। এসব নিয়ম বলছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হতে আরও অপেক্ষা করতে হবে সাকিব, মাশরাফিদের। তার জন্য আগে তাদের নিজেদের জেলার ক্রিকেট পরিচালক পদে বসতে হবে। সাকিব মাশরাফিরা এখনই যে বিসিবির সভাপতি হতে পারবেন না সম্প্রতি সেটা পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন বর্তমান সভাপতি নাজমুল হাসান পাপন। দেরিতে হলেও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতির পদে বসতে যথেষ্ট আগ্রহী সাকিব। সুযোগ পেলে সংস্থাটির ইতিহাসের সেরা সভাপতি হতে চান এই তারকা অলরাউন্ডার। সম্প্রতি প্রকাশ হওয়া এক ভিডিওতে সাকিব বলেন, ‘বিসিবি প্রধান হতে পারলে ভালোই লাগবে। বাকিটা আমার জানা নেই। কখনও সুযোগ আসলে আমি হাতছাড়া করব না।’ ‘সভাপতি হিসেবে পাপন ভাই অনেক কিছু করে ফেলেছেন। তার অর্জনকে ছোট করে দেখার সুযোগ নেই। আমি বিশ্বাস করি যখন যাব বাংলাদেশের ইতিহাসের সেরা সভাপতি হব। এটা আমার বিশ্বাস। এটা পাই না পাই সেটা পরের বিষয়। সেরা হওয়ার চিন্তাই যদি না থাকে কাজটা কিভাবে করব।’ |
