|
বরগুনায় গাঁজাসেবন কালে ৬ তরুণকে ৩ মাসের সাজা ও অর্থ দন্ড প্রদান
মাহমুদ হাসান তাপস
|
|
বরগুনা প্রতিনিধিঃ বরগুনায় মাদক নির্মূল অভিযানে কিশোর গ্যাংয়ের ৬ সদস্যকে বরগুনা ডিবি পুলিশ আটক করেছে। আজ শনিবার সকাল দশটার সময় শহরের উপকন্ঠে মাইঠা গ্রাম থেকে গাঁজা সেবনকালে তাদেরকে আটককরা হয়।
পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন মাসের সাজা ও প্রত্যেককে পাঁচ হাজার টাকা অর্থ দন্ড প্রদান করেন নির্বাহী মেজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুন।
![]() মাদকসেবনে জড়িত সাজাকৃতরা হলেন বরগুনা পৌরসভার ১নং ওয়ার্ডের মামুন মিয়ার ছেলে সামির হোসেন (২০), সদর উপজেলার রোডপাড়া গ্রামের হারুনুর রশিদের ছেলে রায়হান (২০), ভুতমারা গ্রামের কামাল আকনের ছেলে জিসান (২০), বরগুনা পৌরসভার ১নং ওয়ার্ডের শাহীন মিয়ার ছেলে ইমন (২০), রোডপারা গ্রামের সাখাওয়াত হোসেনের ছেলে সানজিল সাখওয়াত (২০) ও দক্ষিণ সোনাখালী গ্রামের সেলিমের ছেলে শাওন।
বরগুনা জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ বশির আলম এব্যাপারে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তিনি সহ জেলা গোয়েন্দা শাখার একটি টিম সদর উপজেলার বুড়িরচর ইউনিয়নের মাইঠা গ্রামের একটি একতলা বাড়ি থেকে তাদেরকে গাঁজা সেবন কালে আটক করা হয়। পরবর্তীতে ঘটনা স্হলে মোবাইল কোর্ট পরিচালনা করে তাদেরকে তিন মাসের সাজা ও প্রত্যেককে পাঁচ হাজার টাকা জরিমানা করেন সহকারী কমিশনার ও নির্বাহী মেজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুন।
|
