|
যশোরে বিএসএফ-এর গুলিতে এক বিজিবি সদস্য নিহত
মো: ফয়জুল আলম
|
|
নিউজ ডেস্কঃযশোরের বেনাপোল সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এক সদস্য নিহত হয়েছেন। নিহতের নাম রইস উদ্দিন। মঙ্গলবার সকালে যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হোসেন আহমেদ জামিল এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন। বিজিবি জানায়, সোমবার সকালে ধান্যাখোলা সীমান্ত এলাকা দিয়ে কয়েকজন চোরাকারবারী ভারত থেকে গরু নিয়ে আসছিল। বিষয়টি টের পেয়ে বিজিবি সদস্যরা চোরাকারবারিদের ধাওয়া করলেও তারা ভারতীয় সীমান্তে প্রবেশ করে। এ সময় ঘন কুয়াশার কারণে বিজিবি সদস্য রইস উদ্দিন দল থেকে বিচ্ছিন্ন হন। পরে বিজিবি বিভিন্ন সূত্রে জানতে পারে সে বিএসএফের গুলিতে আহত হয়ে ভারতের অভ্যন্তরে একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ঘটনার পরপরই ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয় এবং সেখানে ভারতীয় ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিজিবি সদস্যের মৃত্যু হয় বলে জানা যায়। স্থানীয়রা জানিয়েছেন, সোমবার ভোররাতে তারা অন্তত কয়েক রাউন্ড গুলির শব্দ শুনেছেন। এ বিষয়ে লেফটেন্যান্ট কর্নেল হোসেন আহমেদ জামিল বলেন, “বিষয়টির সুষ্ঠু তদন্তের দাবিতে আমরা বিএসএফকে একটি কড়া কূটনৈতিক প্রতিবাদ পত্র পাঠিয়েছি।” রইস উদ্দিনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
|
