|
তৃতীয় দফায় ক্রুজ ক্ষেপণাস্ত্র পরীক্ষা কিমের
মো: ফয়জুল আলম
|
|
নিউজ ডেস্কঃ এক সপ্তাহের মধ্যে তৃতীয় দফায় পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো উত্তর কোরিয়া। মঙ্গলবার ভোরে পশ্চিম উপকূলের সাগরে সাবমেরিন থেকে ‘বেশ কয়েকটি’ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে দেশটি। খবর বিবিসির। পিয়ংইয়ংকে আরও অত্যাধুনিক অস্ত্রে শক্তিশালী তৈরি করতে যেন বেপরোয়া হয়ে ওঠেছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। নতুন বছরটিতে এসে একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছেন তিনি। দক্ষিণ কোরিয়ার সামরিক সূত্র জানিয়েছে, উত্তর কোরিয়া মঙ্গলবার ভোরে এই সপ্তাহে তৃতীয় দফায় ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। এর আগে রবিবারই ক্রুজ ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে দেশটি। সিউলের জয়েন্ট চিফস অফ স্টাফ এক বিবৃতিতে বলেছে, উত্তর কোরিয়ার পশ্চিম সাগরে মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৭টা (জিএমটি ২২.০০) নাগাদ বেশ কয়েকটি ক্রুজ ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী। এর আগে সোমবার উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম কেসিএনএ জানিয়েছে, সপ্তাহান্তে (রবিবার) সাবমেরিন-চালিত কৌশলগত ক্রুজ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়েছে, যা পুলভাসাল-৩-৩১ নামে পরিচিত। উত্তরের নেতা কিম জং উন নিজেই ওই ক্ষেপণাস্ত্র পরীক্ষার নির্দেশনায় ছিলেন। এর দুইদিন আগে উত্তর কোরিয়া পশ্চিম উপকূলে একসঙ্গে কয়েকটি ক্রুজ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে। সেগুলোও ছিল পুলভাসাল-৩-৩১ ক্রুজ ক্ষেপণাস্ত্র। উত্তর কোরিয়া তার পারমাণবিক কর্মসূচির জন্য দীর্ঘস্থায়ীভাবে জাতিসংঘের নিষেধাজ্ঞার আওতায় থাকলেও ক্রুজ ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিষিদ্ধ নয়। সে সুযোগে এই সপ্তাহেই দুবার ক্রুজ ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে দেশটি। বছরের শুরুতেই কঠিন-জ্বালানী হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, পারমাণবিক বোমা বহনে সক্ষম ডুবো ড্রোন পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। তবে দক্ষিণ কোরিয়ার অভিযোগ, এসবের আড়ালে নিষিদ্ধ পারমাণবিক কর্মসূচি চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া। এসব অস্ত্র পরীক্ষার মাধ্যমে কোরীয় উপদ্বীপে উত্তেজনা বাড়ানোর জন্য কিমকে দোষারোপ করছে জাপান, দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র। এরইমধ্যে দেশ তিনটি সম্মিলিত সামরিক মহড়া চালিয়েছে, যা কিমের সম্ভাব্য আক্রমণ প্রতিহতের মহড়া হিসেবে আখ্যায়িত করা হয়। তবে কিমও দক্ষিণ কোরিয়াকে তার দেশের ‘প্রধান শত্রু’ ঘোষণা করে বলেছেন, দক্ষিণ কোরিয়ার সঙ্গে পুনঃএকত্রীকরণ আর কখনো সম্ভব নয়। |
