|
ইমরানের সঙ্গে লজ্জাজনক পরাজয় বিশ্বাসঘাতকদের
মোঃ সাইদুল ইসলাম ইমু
|
|
নিউজ ডেস্ক: পাকিস্তানের জাতীয় পরিষদ ও প্রাদেশিক পরিষদ নির্বাচনে ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) থেকে বেরিয়ে নতুন দল গঠনকারী নেতারা লজ্জাজনক পরাজয়ের মুখোমুখি হয়েছেন। পূর্বতন খাইবার-পাখতুনখোয়ার (কে-পি) মুখ্যমন্ত্রী পারভেজ খাট্টক পিটিআই-পি নামে নতুন দল গঠন করে কে-পির পরবর্তী মুখ্যমন্ত্রী হবেন বলে দাবি করলেও নিজ আসনসহ তার দুই ছেলে ও এক জামাতা সাতটি আসনে পরাজিত হয়েছেন। অন্যদিকে, আলোচিত রাজনীতিক জাহাঙ্গীর তারিন ইস্তেহকাম-ই-পাকিস্তান পার্টি (আইপিপি) গঠন করে পিএমএল-এনের সাথে সমঝোতা চুক্তি করে কেন্দ্র ও পাঞ্জাবে সরকার গঠনের স্বপ্ন দেখেছিলেন। কিন্তু তিনিও নিজ আসন থেকে পরাজিত হয়েছেন এবং তার দল লাহোর থেকে জাতীয় পরিষদে মাত্র দুটি আসনে বিজয়ী হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই নেতারা মনে করেছিলেন তাদের ব্যক্তিগত জনপ্রিয়তার ভিত্তিতে জয়ী হবেন। কিন্তু ভোটাররা দল ছেড়ে নতুন দল গঠন এবং পিটিআইকে বিপদে ফেলার প্রবণতা পছন্দ করেননি। অনাস্থা ভোটে ইমরান খানকে সরিয়ে দেওয়া হয়েছিল প্রধানমন্ত্রিত্ব থেকে। তারপর বিভিন্ন সময়ে তিনি ও তার দলের ওপর নানা ধরনের চাপ তৈরি হয়েছে। সেই চাপের মুখে ইমরানের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে তার দল ভাঙার প্রয়াস ছিল তার দলেরই কয়েকজনের। |
